ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু ॥ পলাতক ক্লিনিক কর্তৃপক্ষ

প্রকাশিত: ০৪:৪৩, ১৪ জুন ২০১৮

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু ॥ পলাতক ক্লিনিক কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শহরের ‘আল-মদিনা নার্সিং হোম’ নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় হোসনে আরা বেগম (২৭) নামক এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রসূতির মৃত্যু হওয়ার খবর ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ ক্লিনিক বন্ধ করে পালিয়ে যায়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা। মৃত হোসনে আরা বেগম চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের জগনাথপুর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী। হোসনে আরার ভাই সাদেক হোসেন জানান, মঙ্গলবার হোসনে আরা বেগমকে দিনাজপুর শহরের বালুবাড়ী জোড়া ব্রিজ সংলগ্ন আল মদিনা নার্সিং হোমে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্লিনিকের প্রধান চিকিৎসক খাদিজা নাহিদ ইভা প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অপারেশনের পর রাত সাড়ে ৯টার দিকে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করে নার্সিং হোম কর্তৃপক্ষ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হোসনে আরা মারা যায়।
×