ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডুসাসের ইফতার মাহফিল

প্রকাশিত: ০৬:৪২, ৩০ মে ২০১৮

ডুসাসের ইফতার মাহফিল

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব সাতক্ষীরার (ডুসাস) বার্ষিক ইফতার মাহফিল রবিবার অনুষ্ঠিত হয় ঢাকা বিশ^বিদ্যালয়ের বাণিজ্য অনুষদ কনফারেন্স হলে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনা’র উপাচার্য ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের যেকোন আয়োজনে উপস্থিত হতে পারাটা আমার জন্য আনন্দের। তরুণদের দেখে আমি নিজে অনুপ্রাণিত হই। তিনি বলেন, আমরা সবাই সাতক্ষীরার সন্তান। অমিত সম্ভাবনার এই জেলাকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সাতক্ষীরার সকল সন্তানকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ডুসাস সভাপতি সৈয়দ শরিফুল আলম (শপু)’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোখতার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা কমিটির কৃষিবিষয়ক সম্পাদক সর্দার মুজিব, ঢাকা বিশ^বিদ্যালয় রোকেয়া হলের সাবেক সভাপতি মাসুদা খানম, ইসলামী ইউনিভার্সিটি ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আফসার উদ্দিন, সূর্যসেন হল সভাপতি নাহিদ হাসান শাহিন প্রমুখ।-বিজ্ঞপ্তি বাউবিতে এমপিএইচ ও পিজিডিএমইউ প্রোগ্রামের ভর্তির সময় বৃদ্ধি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিক্যাল আল্ট্রাসাউন্ড (পিজিডিএমইউ) প্রোগ্রামের ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবুল কাসেম শিখদার জানান, মাস্টার অব পাবলিক হেলথের ভর্তি ৫ জুন পর্যন্ত এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিক্যাল আল্ট্রাসাউন্ড প্রোগ্রামের ভর্তির সময়সীমা ২৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
×