ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে পাঁচ মাছ শিকারি আটক

প্রকাশিত: ০৭:১৬, ২৯ মে ২০১৮

বাগেরহাটে পাঁচ মাছ শিকারি আটক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনে বনরক্ষীরা অভিযান চালিয়ে অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের সময় ৫ জেলেকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি ট্রলারসহ ৫টি বেহেন্দি জাল জব্দ করা হয়। সোমবার সকালে বনের কটকা অভয়ারণ্য এলাকা থেকে স্মার্ট পেট্রোলিং দলের সদস্যরা এদের আটক করে। উদ্ধার হওয়া মালামাল ও আটক জেলেদের কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সূত্র জানায়, সকালে জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের সাবেক ডিএফও মেহেদী হাসান ও ফরেস্টার আঃ হান্নানের নেতৃত্বে স্মার্ট পেট্রোলিং দলের একটি টিম নিয়মিত অভিযান শুরু করে। এ সময় কটকা অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ আহরণ করতে দেখে তাদের বৈধতা চ্যালেঞ্জ করে। পরে জেলেরা পাস-পারমিট দেখাতে ব্যর্থ হলে পাথরঘাটার পদ্মাসুলি, বরগুনা উপজেলার রুইতা এবং বড় টেংরা গ্রামের বাসিন্দা জেলে শহিদুল ইসলাম, আঃ হালিম, সাইফুল, সোবাহান ও বাদল হোসেনকে আটক করে। পরে তাদের ব্যবহৃত মালামালসহ ওই ৫ জেলেকে কটকা বনরক্ষীদের কাছে হস্তান্তর করে। ক্ষতিপূরণ দাবিতে শরণখোলায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় বাঁধ নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত একটি মসজিদের ক্ষতিপূরণের দাবিতে সোমবার সকালে বগীবন্দর এলাকায় মানববন্ধন করেছেন মুসল্লিরা। বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি আলহাজ ফজলুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফা, ইউপি সদস্য রিয়াদুল হোসেন পঞ্চায়েত, সাবেক ইউপি সদস্য এমদাদুল হক, সাংবাদিক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গাউস ফারুকী, আবু হানিফ, আঃ রাজ্জাক, শাহজাহান, আবু সালেহ, জাকির মল্লিক, আসাদুল মাঝি, আঃ রহমান খলিফা প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাঁধ নির্মাণ কাজ শুরু হলে বলেশ্বর নদী সংলগ্ন গ্রামগুলোর মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। কিন্তু বাঁধ নির্মাণ কর্তৃপক্ষ রহস্যজনক কারণে বারবার নক্সা পরিবর্তন করায় এলাকার মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বহু সামাজিক প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ে। নক্সা পরিবর্তনের কারণে বাইতুল মা’মুর জামে মসজিদটি বাঁধের বাইরে পড়ায় তা নদীতে বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে।
×