ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে মেছো বাঘের ২ শাবক আটক

প্রকাশিত: ০৬:৪৩, ২৫ মে ২০১৮

ফরিদপুরে মেছো বাঘের ২ শাবক আটক

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ মে ॥ মধুখালীতে তিনদিনের ব্যবধানে মেছো বাঘের দুটি শাবক এলাকাবাসী। এর মধ্যে একটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরটি সামান্য আঘাতপ্রাপ্ত হলেও জীবিত রয়েছে। বৃহস্পতিবার ও গত মঙ্গলবার ভোরে উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রাম থেকে শাবক দুটি আটক করা হয়। মধুখালী বন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার ভোররাতে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের গোলাম মোস্তফার বাড়ির পুকুরপাড় থেকে এলাকাবাসী একটি মেছো বাঘের শাবক আটক করে। আটকের সময় মেছো বাঘটি সামান্য আঘাতপ্রাপ্ত হয়। পরে বাঘটি খাচায় ভরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। বেসিক ব্যাংক কর্মচারী এ্যাসোসিয়েশনের অভিষেক বেসিক ব্যাংক কর্মচারী এ্যাসোসিয়েশন (সিবিএ), রেজিঃ নং-বি-২১৭৮ এর অভিষেক অনুষ্ঠান, মহান মে দিবসের আলোচনা ও ইফতার মাহফিল-২০১৮ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, এমপি। অনুষ্ঠানে অতিথি ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাউছার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আউয়াল খান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ এবং জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি কাজী মাসুদ। -বিজ্ঞপ্তি
×