ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রমজানে ভোগ্যপণ্যের দাম কমানোর দাবি ফখরুলের

প্রকাশিত: ০২:০৭, ১৬ মে ২০১৮

রমজানে ভোগ্যপণ্যের দাম কমানোর দাবি ফখরুলের

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে দাম কমানোরদাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। তিনি বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে পেঁয়াজ, রসুন, চিনি, কাঁচা মরিচ, বেগুন, আলু, হলুদ, আদা, টমেটো, শসাসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নিয়ন্ত্রণহীন গতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠবে তা বলাই বাহুল্য। ফখরুল বলেন, ক্ষমতাসীনদের সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের দামের এই লাগামহীন অবস্থা। বিভিন্ন ধরনের মসলাপাতিসহ খাদ্য পণ্যের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা এবং কোন কোন পন্য কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা বেড়ে গেছে। চিনির মূল্য নিয়ন্ত্রণে না নিতে পেরে এখন একজন মন্ত্রী চিনির কল বন্ধ করার কথা বলছেন। অর্থাৎ তার বক্তব্যে মনে হয় হাতে ফোঁড়া হলে হাত কেটে ফেলাই ভালো। তিনি বলেন, মানুষের কষ্ট লাঘব করা দূরে থাক, সরকার চায় তাদের দলের লোকজন সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বৃদ্ধির মাধ্যমে আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠুক।
×