ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিটিসিএলের মাস্টাররোল কর্মীরা অবস্থান কর্মসূচী চালিয়ে যাবে

প্রকাশিত: ০৫:৪৭, ১৩ মে ২০১৮

 বিটিসিএলের মাস্টাররোল কর্মীরা অবস্থান কর্মসূচী চালিয়ে যাবে

স্টাফ রিপোর্টার ॥ বিটিসিএল’র ওয়ার্কচার্জড ও মাস্টাররোল কর্মচারীরা চাকরি আত্তীকরণের দাবিতে টানা ৬ দিন ধরে অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় তারা দাবি করে আসলেও কর্তৃপক্ষ তাদের দাবি উপেক্ষা করে আসছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এ অবস্থান কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছে, বিটিসিএলয়ে কর্মরত প্রায় এক হাজার ক্যাজুয়েল কর্মচারীদের বিষয়ে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়ার পরও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। অন্যদিকে ওয়ার্কচার্জড, মাস্টাররোল ও ক্যাজুয়েল কর্মচারীদের আত্মীকরণেরও কোন উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। গত ৬ মে থেকে আত্মীকরণের দাবিতে ইস্কাটন গার্ডেনস্থ বিটিসিএল’র প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ ‘লাগাতার অবস্থান’ কর্মসূচী চালিয়ে যাচ্ছে।
×