ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উত্তরার ১৩ নম্বর সেক্টরের খালি জায়গায় বাণিজ্যিক প্লট না করার দাবি

প্রকাশিত: ০৪:২০, ১২ মে ২০১৮

উত্তরার ১৩ নম্বর সেক্টরের খালি জায়গায় বাণিজ্যিক প্লট না করার দাবি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরার ১৩ নং সেক্টরের মধ্যবর্তী স্থানে বাণিজ্যিক প্লট বরাদ্দ না দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শুক্রবার ১৩ নম্বর সেক্টরে আয়োজিত এক মানববন্ধনে সেক্টরবাসী এ দাবি জানিয়ে বলেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সেক্টরবাসীর দাবি সত্ত্বেও শিশুপার্ক স্থাপনের বিষয়টিকে কোন তোয়াক্কা না করে বাণিজ্যিক প্লটে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। মানববন্ধনে এলাকাবাসী আরও বলেন, সেক্টরের কেন্দ্রস্থলে বাণিজ্যিক স্থাপনা সৃষ্টি করা হলে নির্মাণ পরিবেশ বিনষ্ট হবে। এ ছাড়া শিশুদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে বাণিজ্যিক স্থাপনা প্রতিষ্ঠিত করা একটি ন্যক্কারজনক চেষ্টা বটে। এত প্রচেষ্টার পরেও একটি পানির পাম্প স্থাপনের জায়গা বরাদ্দ না দেয়ার বিষয়টি ও নিন্দার দৃষ্টিতে দেখেন তারা। সেক্টরবাসী আশা করছেন, রাজউক খালি জায়গাটিকে বাণিজ্যিক প্লটে রূপান্তরিত না করে শিশুপার্ক স্থাপন করবে এবং সেখানে একটি ক্ষুদ্র অংশে ডিপ-টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা নেবে।
×