ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এক আহত তিন

প্রকাশিত: ০৬:৩০, ৮ মে ২০১৮

দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এক আহত তিন

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৭ মে ॥ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী আলতাব হোসেন (৩৮) নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। সোমবার ভোরে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া কালুরমাঠে এ ঘটনা ঘটে। নিহত আলতাব হোসেন উপজেলার বোয়ালিয়ার গ্রামের মোশরাফ হোসেনের ছেলে। ওসি শাহ দারা খান জানায়, পিপুলবাড়িয়া কালুরমাঠে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‘বন্দুকযুদ্ধে’ এসআই রাজ্জাক ও এএসআই আরিফসহ ৩ জন আহত হলে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তুল, ১ রাউন্ড গুলি ও ৩টি রামদা জব্দ করেছে। কুমিল্লায় আহত ৪ নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, পুলিশের সঙ্গে মাদক বিক্রেতার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় নবী হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার কিংছুফুয়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা নবী হোসেন ওই উপজেলার জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় সোমবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। জানা যায়, পুলিশের একটি দল রবিবার রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার মীরশ্বনী সংলগ্ন কিংছুফুয়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ হয়ে গুলিবর্ষণ করে। পুলিশও ৮ রাউন্ড পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে গুলিতে আহত মাদক বিক্রেতা নবী হোসেনকে একটি দেশীয় বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। মাদক বিক্রেতাদের হামলায় এসআই মুকুল, কনস্টেবল নাসির উদ্দিন ও সরোয়ার আহত হয়।
×