ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খালেদার পর সরকারের পরবতী টার্গেট তারেক রহমান : রিজভী

প্রকাশিত: ০১:১০, ১৮ এপ্রিল ২০১৮

খালেদার পর সরকারের পরবতী টার্গেট তারেক রহমান : রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার পর তিলে তিলে নিঃশেষ করার সরকারের পরবর্তী টার্গেট তারেক রহমান। বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। শিতনি আরও অভিযোগ করেন সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানা করছে। আর এ জন্যই আমরা খালেদা জিয়ার জীবন নিয়ে উদ্বিগ্ন। রিজভী বলেন, সেরকার অন্যায়ভাবে বিএনপি চেয়ারপার্সনকে কারারুদ্ধ করে রেখেছে, জুলুম নির্যাতন করছে এবং তার চিকিৎসা করতে দিচ্ছে না। এ ছাড়া তাঁকে মানসিক ও শারীরিক ভাবে হেনস্তা করছে। এখন সরকারের পরবর্তী টার্গেট হচ্ছেন তারেক রহমান। তাকে টার্গেট করে প্রতিহিংসা চরিতার্থ করার রোডম্যাপ খোলার চেষ্টা চলছে। তবে এতে লাভ হবে না। কারণ পৃথিবীর সব দেশ তো আর একনায়কতান্ত্রিক গণতন্ত্রের দেশ নয়। অন্যান্য দেশে মানবিক মুল্যবোধ আছে। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দেশে এখন চলছে শেখ হাসিনার বিচার। এখানে কোনো আইনের শাসন নেই। আইনের শাসনকে কালো কাপড় দিয়ে তুলে রেখেছে সরকার। বিচারকরা কখনো কখনো ন্যায়ের পক্ষে রায় দিলে তারা দেশে থাকতে পারেন না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা আব্দুস সালাম, মজিবুর রহমান সারোয়ার দলের নেতা সেলিমুজ্জামান, শামীমুর রহমান প্রমুখ।
×