ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় সড়কের ফলক উন্মোচন নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:৪২, ১৮ এপ্রিল ২০১৮

ভাঙ্গায় সড়কের ফলক উন্মোচন নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ এপ্রিল ॥ ভাঙ্গায় সাবেক ও বর্তমান সংসদ সদস্যের সমর্থকদের মধ্যকার সংঘর্ষে ১০জন আহত হয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টার মধ্যে নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার সকালে সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহবাদ বাজার ও ভদ্রকান্দা গ্রামের একটি সড়কের কজের ভিত্তিফলক উন্মোচন করার কথা ছিল। একাজে বাধা দেয় সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থকগণ। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল থেকে সাবেক সংসদ সদস্যের শত শত সমর্থক আব্দুল্লাহবাদ বাজার এলাকায় ভিড় জমায়। এ খবর পেয়ে স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থকরা ওই বাজার এলাকায় এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ এসে লাঠিপেটা ও শর্টগানের রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে সংর্ঘষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। দুই পক্ষের এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোঃ কাঞ্চন মিয়া, সুলতান দফাদার ও কালু মাতুব্বরের অবস্থা গুরুতর। বরিশালে আহত ১২ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, রাস্তা কেটে কলাগাছ রোপণের ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে জেলার গৌরনদী উপজেলার সরিকল বন্দরে দুইগ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে শেবাচিম ও একজনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী শিমুল হাওলাদারকে আটক করে পুলিশ। রাস্তা কাটার ঘটনায় মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের পিএ গৌরনদীর সাকোকাঠী গ্রামের মান্না মোল্লাসহ ১৫ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, সরিকল ইউনিয়নের সাকোকাঠী গ্রামের মজিদ মোল্লার পুত্র প্রভাবশালী পান্না মোল্লা ও তার সহোদর মান্না মোল্লা প্রভাব খাটিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই শাহাবুদ্দিন মোল্লা ও তার সহযোগী জুয়েল মৃধার সহযোগিতায় রবিবার মধ্যরাতে উত্তর সাকোকাঠী গ্রামের প্রায় শত বছরের পুরনো মাটির রাস্তা কেটে কলাগাছ রোপণ করেন। এ ঘটনায় সোমবার সকালে ওই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হলে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার জেরধরে সোমবার রাত আটটার দিকে সরিকল বন্দরের চাল ব্যবসায়ী নাসির মোল্লা গ্রুপের ওপর মান্না মোল্লা গ্রুপের খোকন মৃধা ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় উভয়গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষে নাসির মোল্লা তার পুত্র নিক্সন মোল্লা, ভাতিজা জুয়েল মোল্লা, শান্ত মোল্লা ও মোটরসাইকেল চালক সুজন, প্রতিপক্ষের খোকন মৃধা, সুমন মৃধাসহ উভয় গ্রুপের কমপক্ষে ১২ জন আহত হয়। ফুলবাড়ীতে তিন বিজিবি সদস্য স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, ফুলবাড়ী উপজেলায় বিজিবি-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবি তিনজন আহত হয়েছেন। আত্মরক্ষার জন্য বিজিবি এ সময় এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। উত্তেজিত জনতা ছত্রভঙ্গ হলেও বিজিবির রাইফেলের ট্রেগার গার্ডও সরকারী মোবাইল ফোন ছিনতাই করে নেয়। এ ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে । দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে রাইফেলের ট্রেগার গার্ড ও সরকারী মোবাইল ফোন। আহত তিন বিজিবিকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে । লালমনিহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার সহিদ আলী জানান, সোমবার রাত দুইটার দিকে অনন্তপুর ক্যাম্পের হাবিলদার আঃ ছোহবান আলী গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবির সদস্য নিয়ে আন্তর্জাতিক ৯৪৮ নং মেইন পিলারের পাশে বেড়াকুটি ভেল্লির তোল এলাকায় অবস্থান নেয়। এ সময় ওই এলাকার মোফাজ্জল হোসেন মোফা ও এমদাদুল হককে রাস্তায় দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করেন । এতে উভয়ের মধ্যে বাগ্বিত-ার ঘটনা ঘটে। একপর্যায়ে আটকদ্বয় উত্তেজিত হয়ে চিৎকার দিলে তাৎক্ষণিক অর্ধশতাধিক লোকজন জড়ো হয়ে বিজিবিকে ঘেরাও করে। অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে বিজিবির ওপর। এতে আহত হন তিন বিজিবি সদস্য। আত্মরক্ষার জন্য বিজিবি সদস্যরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। উত্তেজিত জনতা ছত্রভঙ্গ হলেও বিজিবির রাইফেলের ট্রেগার গার্র্ডও সরকারী মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যান দুষ্কৃতিকারীরা।
×