ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বর্তমান প্রজন্মের হাতে দেশের ভবিষ্যত ॥ ইউজিসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৬:১২, ১৪ এপ্রিল ২০১৮

বর্তমান প্রজন্মের হাতে  দেশের ভবিষ্যত ॥ ইউজিসি চেয়ারম্যান

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এক অনুষ্ঠানে বলেন, বর্তমান প্রজন্মের হাতে বাংলাদেশের ভবিষ্যত। ত্রিশ লাখ মানুষ ১৯৭১ সালে বর্তমান প্রজন্মের অপেক্ষাকৃত উন্নত জীবনের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বৃহস্পতিবার এ অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার চৌধুরী। প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপাচার্য ও প্রফেসর ড. শিরিন আখতার, উপ-উপাচার্য, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। প্রফেসর মান্নান বলেন যে, বিশ^বিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার জায়গা, একাডেমিক পরিবেশকে অস্থিতিশীল বা ব্যাহত করার জায়গা নয়। -বিজ্ঞপ্তি
×