ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

শহীদ মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি ॥ শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ

প্রকাশিত: ০৬:১০, ১৪ এপ্রিল ২০১৮

শহীদ মুক্তিযোদ্ধার  সনদ জালিয়াতি ॥   শাস্তিমূলক  ব্যবস্থার  নির্দেশ

চট্টগ্রাম অফিস / বোয়ালখালী সংবাদদাতা ॥ মিথ্যা তথ্য দিয়ে প্রায় সাড়ে চার বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনসহ যাবতীয় সুযোগসুবিধা ভোগ করে আসা চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ এলাকার বাসিন্দা সেলিম চৌধুরী বাবুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বাজেট অধিশাখার সহকারী সচিব এ এইচ এম মহসীন রেজা স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের নিদের্শনায় বলা হয়, নগরীর জামাল খান ওয়ার্ডের রহমতগঞ্জ এলাকার আবদুর ছাত্তার রোডের জাহান ভিলার বাসিন্দা আবদুর রহিমের ছেলে সেলিম চৌধুরী বাবুলের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, কোটাভিত্তিক অন্যান্য সুযোগসুবিধা বন্ধ রাখার জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস ২০১৭ সালের ১৯ নবেম্বর জেলা সমাজ সেবা কার্যালয় চট্টগ্রামকে অনুরোধ জানান। চট্টগ্রাম সমাজ সেবা কার্যালয় গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এর আলোকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস মুক্তিযোদ্ধা ভাতা বাতিল ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় ভুয়া মুক্তিযোদ্ধা সেলিম চৌধুরী বাবুলের জাল মুক্তিযোদ্ধা সাময়িক সনদপত্র (ম-৫৭৯২৯) দিয়ে গৃহীত এ যাবত সমুদয় সম্মানী ভাতা ফেরত আনয়নসহ রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের জন্য নির্দেশ দেয় মন্ত্রণালয়। এ ছাড়া জাল সাময়িক সনদটি জব্দ করে সেলিম চৌধুরী বাবুলের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য বলা হয়। তদন্ত প্রতিবেদনে জানা যায়, সেলিম চৌধুরী বাবুল ২০০৪ সালের ১০ আগস্ট ১১৮৭ স্মারক অনুযায়ী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাময়িক সনদের মাধ্যমে ২০১৩ সালের জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা গ্রহণ করে আসছিলেন।
×