ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

দৌলতপুর সীমান্তে চোরাকারবারির হাতে ২ বিজিবি সদস্য গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫:২৭, ১৪ এপ্রিল ২০১৮

দৌলতপুর সীমান্তে চোরাকারবারির হাতে ২ বিজিবি সদস্য গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৩ এপ্রিল ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-চোরাকারবারি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় চোরাকারবারিদের ছোঁড়া গুলিতে ২ জন বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর সীমান্তে শীর্ষ চোরাকারবারি ভুট্ট, লালু, ডাবু, রবিউল ও সেকুলসহ ১০-১২ জন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া সীমান্তের ১৫৩-২(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে মাদক পাচার করছিল। এ সময় ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ জামালপুর বিওপি’র টহল দল চোরাকারবারিদের ধাওয়া দিলে সশস্ত্র চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে বিজিবি সদস্যরাও গুলি চালালে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত ১৩-১৪ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটলে সীমান্ত সংলগ্ন গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নায়েক শোভন ও কনস্টেবল অনিন্দকে উদ্ধার করে মিরপুর ব্যাটালিয়নে নেয়া হয়। চোখে গুলিবিদ্ধ নায়েক শোভনের অবস্থা অশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে এবং কনস্টেবল অনিন্দ স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জামালপুর এলাকার কলেজ ছাত্র নাজমুল (১৮) ও লালচাঁদ নামে ২ জনকে আটক করে শুক্রবার বিকেল ৪টার দিকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। চোরাকারবারির সঙ্গে বিজিবির গুলি বিনিময়ের বিষয়ে জামালপুর ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আবুল হাসেম বলেন, চোরাকারবারিদের ছোঁড়া গুলিতে তাদের ২ জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন। চোরাকারবারিদের লক্ষ্য করে তারা ৭ রাউন্ড গুলিবর্ষণের কথা স্বীকার করেছেন। অপরদিকে সীমান্তে গোলাগুলির খবর পেয়ে কুষ্টিয়ার মিরপুর সেক্টর কমান্ডার কর্নেল আশরাদুজ্জামান এবং ৩২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল রাশেদ আলম খান জামালপুর সীমান্ত এলাকা পরিদর্শন করে চোরাকারবারিদের আটকে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন। এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
×