ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখে এবার ইলিশের চাহিদা কমেছে

প্রকাশিত: ০৫:২২, ১৪ এপ্রিল ২০১৮

পহেলা বৈশাখে এবার ইলিশের চাহিদা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পহেলা বৈশাখে এবার ইলিশ মাছের চাহিদা কমেছে। কয়েক বছর ধরে বৈশাখে ইলিশ খাওয়া যেন রেওয়াজে পরিণত হয়েছিল। কিন্তু মা ইলিশ রক্ষায় কয়েক বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বিভিন্ন মাধ্যম থেকে পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার ঘোষণা আসে। এতে সরকারী অনুষ্ঠানে তো নয়ই, এমনকি বাসাবাড়ি পর্যায়েও ইলিশ খাওয়ার চাহিদা কমেছে। ফলে শুক্রবার শেষ দিনে রাজধানীর বাজার ও অলিগতিতে পর্যাপ্ত ইলিশের দেখা মিললেও সেভাবে বিক্রি হয়নি। অনেক বিক্রেতাকে শেষ পর্যন্ত লোকসান দিয়ে মাছ বিক্রি করতে দেখা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছর প্রধানমন্ত্রীর আহ্বানের কারণে বৈশাখকেন্দ্রিক ইলিশের চাহিদা কিছুটা হলেও কমে যায়। সেই সঙ্গে ইলিশের উর্ধমুখী দামেও ছেদ পড়ে। গত বছরের ধারাবাহিকতায় এবারও বৈশাখকেন্দ্রিক ইলিশের চাহিদা কম। ফলে দামও তুলনামূলক কম। সরেজমিন কাপ্তানবাজারে দেখা যায়, ব্যবসায়ীরা এক কেজি সাইজের ইলিশ বিক্রি করছেন ১৪০০-১৫০০ টাকা পিস। ৫০০-৬০০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি করছেন ৫০০-৬০০ টাকা পিস। আর ২৫০-৩৫০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি করছেন ৭০০ টাকা হালি। এ প্রসঙ্গে কাপ্তানবাজারের মাছ ব্যবসায়ী সোলায়মান হোসেন জনকণ্ঠকে বলেন, ১০ বছর ধরে মাছের ব্যবসা করছি। প্রতিবারই দেখেছি পহেলা বৈশাখকে কেন্দ্র করে মার্চের মাঝামাঝি থেকেই ইলিশের দাম বহুগুণে বেড়ে যায়। ২০০ টাকার ইলিশের দাম হাজার টাকা ছাড়িয়ে যায়। তবে এবার বৈশাখকেন্দ্রিক ইলিশের দাম খুব একটা বাড়েনি। ব্যবসায়ীরা জানান, ইলিশ বিক্রি কমে গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোন ক্রেতা পাওয়া যাচ্ছে না। আগে কখনও এমন অবস্থার সৃষ্টি হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী জানান, আমাদের কাছে যে ইলিশ দেখছেন তার সবই দেড় থেকে দুই মাস আগে ধরা। বৈশাখে বিক্রি করব বলে মাছ ফ্রিজে রাখি। কিন্তু এখন দেখি বাজারে ক্রেতা নেই। দামও তেমন পাচ্ছি না। দুই মাস আগে যে দামে ইলিশ বিক্রি করেছি, এখনও সেই দামে বিক্রি করছি।
×