ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সীমান্তের তিন শ’ উপজাতীয় যুবককে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীতে নিয়োগ

প্রকাশিত: ০৫:২৭, ৯ এপ্রিল ২০১৮

সীমান্তের তিন শ’ উপজাতীয় যুবককে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীতে নিয়োগ

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ও কক্সবাজার ॥ রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সমূলে উৎখাত করার গোপন নীলনক্সা মিয়ানমার সরকারের বহু আগে থেকেই প্রণীত। রোহিঙ্গাদের ‘বাঙালি’, সন্ত্রাসী, জঙ্গী ইত্যাদি আখ্যা দিয়ে বছরের পর বছর ধরে তাদের ওপর চালানো হচ্ছে নিপীড়ন নির্যাতন। রাখাইন রাজ্যকে ঘিরে মিয়ানমার সরকারের বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এ তৎপরতা চলছে বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এদিকে ইতোমধ্যে পার্বত্যাঞ্চল বান্দরবানের দুর্গম সীমান্ত সংলগ্ন এলাকা থেকে চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন নৃ-গোষ্ঠীর সদস্যদের সেখানে লোভের বশবর্তী করে স্থান দেয়া হচ্ছে। বর্তমানে নতুন তথ্য এসেছে এপারের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তিন শতাধিক উপজাতীয় যুবককে সে দেশে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেয়া হয়েছে। এদের অনেকের আত্মীয়স্বজন আগে থেকেই সেখানে বসবাস করে আসছে।
×