ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাসচাপায় হাত হারানো রাজীবের শয্যাপাশে চীফ হুইপ

প্রকাশিত: ০৬:২৫, ৮ এপ্রিল ২০১৮

বাসচাপায় হাত হারানো রাজীবের শয্যাপাশে চীফ হুইপ

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি শুক্রবার দুপুরে বাসের চাপায় ডান হাত হারানো সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিবকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তিনি রাজিবের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি হাসপাতালে উপস্থিত রাজীবের খালা, মামা, ভাই ও অন্য স্বজনদের সঙ্গে কথা বলেন এবং রাজীবের সুচিকিৎসার আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। রাজীবকে দেখার পর উপস্থিত সাংবাবিদকদের আ স ম ফিরোজ বলেন, ‘যে বাসচালকের কারণে রাজীবের হাত কাটা পড়েছে সে মানুষরূপী দানব।’ তিনি মন্তব্য করেন, হিংস্র দানবের মতো বেপরোয়া গাড়ি চালানোতেই এভাবে হাত কাটা পড়েছে। চীফ হুইপ বলেন, ‘আমি রাজীবকে ডেকেছি। ও কোন কথা বলতে পারে না, অনুভূতি সেভাবে কাজ করে না।’ তিনি বলেন, এটা অত্যন্ত নির্মম এবং অমানবিক ঘটনা। ঢাকার রাস্তায় এভাবে হিংস্র গতিতে গাড়ি চালাতে কোন মানুষ পারে না। তিনি দোষী চালকের বিচার দাবি করেন। একই সঙ্গে রাজীবের জন্য সরকার সব সময় দৃষ্টি রাখবে বলেও উল্লেখ করেন। উল্লেখ্য, রাজধানীর কাওরান বাজারে বাসের চাপায় ডান হাত হারানো রাজীবের গ্রামের বাড়ি চীফ হুইপের নির্বাচনী এলাকা পটুয়াখালী জেলার বাউফলে। -বিজ্ঞপ্তি
×