ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটি চিকিৎসা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের অঙ্গীকার ভিসির

প্রকাশিত: ০৫:২২, ২ এপ্রিল ২০১৮

বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটি চিকিৎসা, শিক্ষা ও  গবেষণার মানোন্নয়নের অঙ্গীকার ভিসির

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা, শিক্ষা ও গবেষণার মানের আরও উন্নতি ঘটাতে অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো অনেক মজবুত। রয়েছে দক্ষ শিক্ষক, চিকিৎসক ও নার্স। তাই সব জনবলের সমন্বয় ঘটলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা, শিক্ষা ও গবেষণার মানের উৎকর্ষ ঘটবেই। রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ আবু নাসার রিজভী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, সহ-সভাপতি জান্নাতুল বাকেয়া কেকা, মহাসচিব নিখিল মানখিন, সহ-সাধারণ সম্পাদক হামিম-উল-কবির, সাংগঠনিক সম্পাদক সেবিকা দেবনাথ, অর্থ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ ও নির্বাহী সদস্য শিশির মোড়ল প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত সম্মানিত সাংবাদিকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাঁদের সুচিন্তিত, বিশ্লেষণধর্মী, সচেতনমূলক মতামত ব্যক্ত করেন। উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং চিকিৎসা সেবায় সেন্টার অব এক্সিলেন্স হিসেবে ঘোষণার বাস্তব প্রতিফলন ঘটাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।
×