ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইডেনের শিক্ষার্থীদের গায়ে হাত তুলায় চাঁদনী চকের ৪ কর্মচারী আটক

প্রকাশিত: ০২:৩৭, ২৪ মার্চ ২০১৮

ইডেনের শিক্ষার্থীদের গায়ে হাত তুলায় চাঁদনী চকের ৪ কর্মচারী আটক

স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইডেন কলেজের চার শিক্ষার্থীর গায়ে হাত তোলার অভিযোগে রাজধানীর চাঁদনি চক মার্কেটের দুই দোকানের চার কর্মচারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, শাহনুর ফেব্রিক্সের কর্মচারী নজরুল ইসলাম, আল-আমিন আবুল হোসেন ও পাশের দোকানের কর্মচারী নয়ন। শনিবার দুপুরে তাদের আটক করে নিউমার্কেট থানায় আনা হয়। নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, শুক্রবার ইডেনের চার শিক্ষার্থী কেনাকাটা করতে চাঁদনি চকে আসেন। তাদের সঙ্গে একজনের মা এবং খালা ছিলেন। ভিড়ের কারণে মা ও খালা তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরে মা ও খালা শাহনূর ফেবিক্সের সামনে দাঁড়িয়ে তাদের ফোন দেয়। তাদের নিয়ে যেতে বলে। এসময় তাদের হাতে থাকা দুইটি কাপড়ের বড় ব্যাগ শাহনুর ফেব্রিক্সের গেটের পাশে রাখে। তখন কর্মচারীরা অভিযোগ করে ব্যাগের কারণে দোকানে ক্রেতাদের ঢুকতে সমস্যা হচ্ছে। এসময় তারা ওই দুই নারীর সঙ্গে খারাপ আচরণ করে। এর কিছুক্ষণ পর ওই শিক্ষার্থীরা দোকানে আসলে কর্মচারীদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে এক কর্মচারী তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দীর্ঘক্ষণ অশ্লীল মন্তব্য করে। এসআই আলমগীর জানান, শনিবার সকালে নিউ মার্কেট থানায় এ ঘটনায় অভিযোগ করে ওই ছাত্রীদের অভিভাবক। এরপরই পুলিশ চাঁদনি চকে অভিযান চালায়। অভিযানে ওই চার কর্মচারীকে আটক করা হয়। তিনি জানান, তাদের বিরুদ্ধে ইভটিজিং এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলা হচ্ছে।
×