ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আন্দামানে সমুদ্রমহড়া শেষে ফিরেছে যুদ্ধজাহাজ ধলেশ্বরী

প্রকাশিত: ০৫:১০, ১৭ মার্চ ২০১৮

আন্দামানে সমুদ্রমহড়া  শেষে ফিরেছে   যুদ্ধজাহাজ  ধলেশ্বরী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশগ্রহণ শেষে নৌবাহিনীর যুদ্ধজাহাজ চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘ধলেশ্বরী’। শুক্রবার দুপুরে জাহাজটি পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বরণ করে। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হক এবং স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী অফিসার ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, গত ৬ হতে ১৩ মার্চ ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট বেয়ারে অনুষ্ঠিত বহুপাক্ষিক এ মহড়ায় ভারত, বাংলাদেশ, অষ্ট্রেলিয়াসহ ৯টি দেশের ২৮টি যুদ্ধজাহাজ অংশ নেয়। এ ধরনের মহড়া সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ ১৫৭ জন নৌসদস্য নিয়ে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক এ মহড়ায় অংশগ্রহণের ফলে বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক সম্পর্ক জোরদার হবে বলে আশা করছে নৌবাহিনী।
×