ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে দেশপ্রেমে সবুজ কার্ড

প্রকাশিত: ০৫:৪১, ১৬ মার্চ ২০১৮

নীলফামারীতে দেশপ্রেমে সবুজ  কার্ড

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মানবতা ও দেশপ্রেমকে সবুজ কার্ড-জঙ্গীবাদ, মাদক, যৌন হয়রানিকে, বাল্যবিবাহ, প্রশ্নপ্রত্র ফাঁস ও নকল প্রতিরোধে লাল কার্ড দেখালো প্রায় দেড় হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা ১১টায় নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশের মাধ্যমে নিয়মিত পড়াশোনা করে নিজেকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচী পালন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ। এ সময় শপথ পাঠও করা হয়। কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরীগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল হক উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ , লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, রংপুর জেলা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান পিয়াল, নীলফামারী জেলা শাখার প্রতিনিধি মোরসালিন হাসান মিম, সদস্য আরিফ শাহরিয়ার সিয়াম, সাকিব আদনান নিলয়, সাজিদ, বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে লাল সবুজ উন্নয়ন সংঘ নীলফামারী জেলা শাখার কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করা হয়।
×