ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বউ-শাশুড়িসহ নিহত ১১

প্রকাশিত: ০৪:২৯, ১৪ মার্চ ২০১৮

বউ-শাশুড়িসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে দুই ভাইসহ তিন ছাত্র, কলাপাড়ায় বউ-শাশুড়ি, মাদারীপুর ও মাগুরায় দুই শিশু, মানিকগঞ্জে চালক, সীতাকুন্ডে গার্ড ও ভোলায় দুই যুবক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের . দিনাজপুর সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিন স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার কুন্দারন গ্রামের সুজা মসজিদের সামনের সড়কে বটগাছের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত দুই সহোদর হলেন মরিচা গ্রামের শামসুল আলমের ছেলে মিলন ও ইমরান এবং তাদের মামাতো ভাই একই উপজেলার বলাহার গ্রামের নুর হোসেনের ছেলে মনিরুল ইসলাম। ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, মোটরসাইকেলের চালক অষ্টম শ্রেণীর ছাত্র, ইমরান ও ২ আরোহী মিলন ও মনিরুল ষষ্ঠ শ্রেণীর ছাত্র। নিহত তিনজন বলাহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান প্রযুক্তি ও উন্নয়ন মেলা দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হন। . কলাপাড়া কলাপাড়া-কুয়াকাটা সড়কের মোহাম্মদপুরে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই চাপা পড়ে দুই পথচারী বিউটি বেগম (৪৫) এবং নুরুন্নাহার বেগম (২৫) মারা গেছে। এরা সম্পর্কে বউ-শাশুড়ি। গুরুতর আহত হয়েছে নুরুন্নাহারের আড়াই বছরের শিশু ছেলে জিয়াদ। মঙ্গলবার বিকেল তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এদের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে। নিহত বিউটি বেগমের স্বামী জাহাঙ্গীর শ্রমজীবী এবং নুরুন্নাহারের স্বামী শামীম গাড়ির চালক। সাকুরা পরিবহনের কাউন্টার ইনচার্জ পৌর কাউন্সিলর জানান, সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকার গাবতলী থেকে ছেড়ে কুয়াকাটার উদ্দেশে আসা বাসটি কলাপাড়া ক্রস করে আনুমানিক নয় কিলেমিটার দূরে এ দুর্ঘটনার শিকার হয়। বাসটির সামনে হঠাৎ করে সংযোগ সড়ক দিয়ে একটি ছয় চাকার দৈত্যাকৃতির অবৈধ যান ট্রলি মহাসড়কে উঠলে সাইট দিতে গিয়ে যানবাহনের জন্য অপেক্ষমাণ বউ-শাশুড়িকে চাপা দিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই মহিলা মারা যায়। . মাদারীপুর রাজৈরে ট্রাকচাপায় মিম আক্তার নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের টেকেরহাট খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিম রাজৈর উপজেলার নয়াকান্দী গ্রামের আশরাফ আলীর মেয়ে। পুলিশ জানায়, টেকেরহাট খাদ্য গুদামের সামনে দিয়ে শিশু মিম রাস্তা পার হচ্ছিল। এমন সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক শিশু মিমকে চাপা দেয়। আহত অবস্থায় শিশুটিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। . মাগুরা মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে । নিহত শিশুর পরিচয় জানা যায়নি। জানা যায়, দুপুর ২টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরার ওয়াপদা নামক স্থানে সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক ৬ বছর বয়সী শিশুকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়। . মানিকগঞ্জ সাটুরিয়ায় ট্রাক্টর চাপায় মোঃ ওবায়দুর রহমান (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সাটুরিয়া বালিয়াটি আঞ্চলিক সড়কের মাজাররোড এলাকায় পল্লী বিদ্যুত অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওবায়দুর সাটুরিয়া উপজেলার ধুল্লা গ্রামের মোঃ সাজাহান মিয়ার ছেলে। . সীতাকুন্ড সীতাকুন্ডে মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ করিম (৬০) নামে এক কারখানার সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। সোমবার রাতেই উপজেলার কাশেম গেইট এলাকায় বিএম ডিপুর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত করিম কক্সবাজার জেলার চকরিয়া থানার বড় দেওয়ালিয়া এলাকার মৃত আব্দুল গনির পুত্র। সে কাশেম গেইট এলাকায় (বিবিসি) লাইন গ্রুপ অক্সিজেন কারখানার সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত । . ভোলা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও দুই জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভোলার বাংলাবাজার পল্লী বিদ্যুত অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে । নিহতরা হচ্ছেন দক্ষিণ দিঘলদী গ্রামের আলমগীরের ছেলে আব্দুর রাজ্জাক (২০) এবং মধ্য জয়নগর গ্রামের সেলিমের ছেলে সোহাগ (১৮)। এ সময় অপর দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চরফ্যাশনগামী মালবাহীটি একটি ট্রাক যাত্রীবাহী অপর একটি অটোরিক্সাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী রাজ্জাক মারা যায়।
×