ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চীফ হুইপকে হত্যা চেষ্টার প্রতিবাদে বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ বিরতি পালন

প্রকাশিত: ০৪:৫৭, ১১ মার্চ ২০১৮

চীফ হুইপকে  হত্যা চেষ্টার প্রতিবাদে বাউফলে শিক্ষা  প্রতিষ্ঠানে পাঠ বিরতি পালন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ মার্চ ॥ জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজকে হত্যা চেষ্টার প্রতিবাদে শনিবার সকাল ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত একযোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ বিরতি ও মানববন্ধন পালন করা হয়েছে। এরপর স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, গবর্নিং বডি ও ম্যানেজিং কমিটির যৌথ উদ্যোগে স্কুল ক্যাম্পাসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বাউফল উপজেলা শাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রেরণ করেছেন। এদিকে চীফ হুইপ আসম ফিরোজ শনিবার দুপুরে স্থানীয় ডাকবাংলোয় সুধী সমাবেশে বলেন, একটি কুচক্রী মহল তাকে আওয়ামী লীগের রাজনীতি থেকে বিতাড়িত করতেই হত্যার চেষ্টা চালিয়েছে। মহলটির সঙ্গে বিএনপি-জামায়াতের সখ্য রয়েছে। মহলটি এর আগে ৫ জানুয়ারি বাউফল ইউনিয়নের ছাত্রলীগের একটি সভা বানচাল করতে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রায়হান সাকিবের মাথায় অস্ত্র ঠেকিয়েছে। ২৫ ফেব্রুয়ারি বাউফল থানার নতুন ভবন উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলে হামলা চালিয়ে ভাংচুর করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা কারা ? তাদের পরিচয় কি ? জাতি তা চানতে চায়। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ওই সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছে। উল্লেখ, বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনের শিক্ষা কমিটির সভা চলাকালে আবুল বশার রনি নামের এক সন্ত্রাসী সভাকক্ষে ডুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার চেষ্টা করে।
×