ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

মোহাম্মদপুরে বিপুল ভিওআইপি সামগ্রীসহ আটক ৩

প্রকাশিত: ০৫:৩৩, ৮ মার্চ ২০১৮

মোহাম্মদপুরে বিপুল ভিওআইপি  সামগ্রীসহ  আটক ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর হতে বিপুল ভিওআইপি সামগ্রীসহ ৩ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত র‌্যাব-২’র সদস্যরা মোহাম্মাদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ের ২ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়ির তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকরা হলেন মোস্তাফিজুর রহমান (২৬), ওয়াসিফ হোসেন (২৬) ও নুর আলম মিয়া (২৭)। এ সময় তাদের কাছ থেকে বাংলালিংকের ৭০টি ও এয়ারটেলের ৫৫টি অনিবন্ধিত সিমকার্ড, ১টি ল্যাপটপ, ১টি ইজয়েন সিমবক্স, ১টি পোর্ট ফাস্ট ইথারনেস্ট সুইচ, ১টি মনিটর, ১টি সিপিইউ, ২টি রাউটার, কিবোর্ড, মাউস, ৫টি মোবাইল ও ১টি ক্রেডিট কার্ড জব্দ করা হয়। র‌্যাব জানিয়েছে, আটকরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। মালিবাগে অগ্নিকা- ॥ মালিবাগ চৌধুরীপাড়া একটি চারতলা ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দফতরের টেলিফোন অপারেটর জীবন মিয়া জানান, চৌধুরীপাড়ার ৪তলা ভবনে আগুনে খবর পেয়ে ২টি ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
×