ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে লাইনের পানি পান করে গার্মেন্টস কর্মীর মৃত্যু, অসুস্থ ২০

প্রকাশিত: ০৫:১০, ৫ মার্চ ২০১৮

গাজীপুরে লাইনের পানি পান করে গার্মেন্টস কর্মীর মৃত্যু, অসুস্থ ২০

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে বাসায় সরবরাহ লাইনের পানি পান করে গার্মেন্টসের এক নারী শ্রমিক রবিবার মারা গেছে। এ ঘটনায় অসুস্থ হয়েছে আরও অন্তত ২০জন। নিহত শ্রমিকের নাম সীমা (২০)। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ঘোড়াঘাট গ্রামে। কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মাসুদ আল মামুনের ৭তলা ভবনের বাড়ির একাধিক লোক ওই বাড়ির সরবরাহ লাইনের পানি পান করে গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে অসুস্থ হতে থাকে। শনিবার রাতে ও রবিবার সকালের খাওয়ার পর বাড়ির লোকজন সরবরাহ লাইনের পানি পান করে। পানি পান করার কিছু সময় পর থেকে বাড়ির লোকজন পর্যায়ক্রমে অসুস্থ হতে থাকে। অসুস্থ এসব লোকের বমি ভাব, মাথা ঘোরানো ও পেট ব্যথা দেখা দেয়। এছাড়া অনেকের খিঁচুনিও দেখা দেয়। স্থানীয়রা অসুস্থ অন্তত ২২জনকে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদের মধ্যে সকালে সীমা মারা যায়। স্বজনরা তার লাশ গ্রামের বাড়ি নিয়ে গেছে। অন্যরা আশঙ্কামুক্ত রয়েছে। সীমা স্থানীয় এক গার্মেন্টসের শ্রমিক। ধারণা করা হচ্ছে, সরবরাহ লাইনের পানি দূষিত ছিল। তাই ওই দূষিত পানি পান করায় এ ঘটনা ঘটে।
×