ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৫, ৪ মার্চ ২০১৮

টুকরো খবর

গৃহবধূ ধর্ষণের শিকার নিজস্ব সংবাদদতা, ঝিনাইদহ, ৩ মার্চ ॥ হরিণাকু-ু উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মোশারফ হোসেনর বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার রাতে হরিণাকু-ু থাকায় একটি মামলা দায়ের করেছেন নির্যাতিতা। মামলার এজাহারে জানা যায়, শুক্রবার দুপুরে বাকচুয়া গ্রামের নিজ বাড়ির বাথরুমে গোসল করছিল নির্যাতিতা। এ সময় প্রতিবেশী মোশাররফ হোসেন তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর নির্যাতিতা রাতে হরিণাকু-ু থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষক মোশাররফ হোসেন মানোয়ার হোসেনের ছেলে। ছয় দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা শহরে একটি কসমেটিকসের দোকানসহ ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। শুক্রবার রাত তিনটার দিকে শহরের পাকাপোলের মোড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া মেসার্স আধুনিকা এন্টারপ্রাইজের মালিক শেখ আয়ুব হোসেন জানান, রাত ১টার দিকে দোকানপাট বন্ধ করে তারা বাড়িতে যাওয়ার পর ৩টার দিকে দোকানে আগুন লগার খবর পান। আগুনে তার দোকানসহ পার্শ্ববর্তী আরও ৫টি ফলের দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ছাত্রী নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ মার্চ ॥ রানীনগরে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী বুলবুলি আক্তার (১৫)। শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে রানীনগর থানা পুলিশ এই বাল্যবিবাহটি পণ্ড করে দেয়। জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ছতরবাড়িয়া গ্রামের বুলু হোসেন আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া তার কন্যা বুলবুলি আক্তারকে (১৬) একই গ্রামের ওসমানের ছেলে চলমান এসএসসি পরীক্ষার্থী মোঃ সুলতান হোসেনের (১৮) সঙ্গে গোপনে বিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণ করে। এ সময় পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়। অপহৃত ছাত্রী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ মার্চ ॥ র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে রাজশাহী থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী লামিয়া খান আফিকে (১৫) উদ্ধার এবং অপহরণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার কাজী মঞ্জিল ভবনের ৪র্থ তলায় এ অভিযান চালান হয়। এ সময় ওই ভবন থেকে গ্রেফতার করা হয় আড়ুয়াপাড়া এলাকার তানভীর ইসলাম লিয়ন (২২) ও বাবুকে (৫০)। উদ্ধার হওয়া আফি ও আসামিদের পরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া কাজী মঞ্জিল ভবনের ৪তলার একটি কক্ষে আত্মগোপনে থাকা অপহরণ মামলার আসামি তানভীর ও বাবুকে গ্রেফতার করে র‌্যাব। পরে আসামিদের দেয়া তথ্য মতে ওই বাড়ি থেকে অপহৃত লামিয়া খান আফিকে উদ্ধার করা হয়। অপহৃত আফি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অন্তর্গত শেখপাড়া এলাকার ফরিদ উদ্দিন খানের মেয়ে। গত এক সপ্তাহ পূর্বে বোয়ালিয়া এলাকা থেকে আফিকে অপহরণ করে কুষ্টিয়ার ‘কাজী মঞ্জিল’ নামক ওই বাড়িতে আটক রাখা হয়েছিল। দম্পতিকে লাঠিপেটা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পৃথকস্থানে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে । এ সময় বাধা দেয়ায় নয়ন মোল্লা ও তার স্ত্রী পারভীন বেগম এবং আব্দুস ছোবহান মিয়াকে পিটিয়ে আহত করা হয়। শনিবার সকালে উপজেলার মাছুমাবাদ মিঠাব ও ইছাপুরা এলাকায় এ ঘটনা ঘটে। মাছুমাবাদ মিঠাব এলাকার আহত পারভীন বেগম জানান, তার স্বামী নয়ন মোল্লার সঙ্গে একই এলাকার শুক্কুর আলী মোল্লার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ঐ বিরোধের জের ধরে শুক্কুর আলী মোল্লা, আলী মোল্লা, শফিকুল ইসলাম ছনেট, জোমায়েত আহম্মেদ সজল, ছানি, শাহাদাত দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে নয়ন মোল্লার বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাংচুর করে। নয়ন মোল্লা বাধা দিলে হামলাকারীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। অপরদিকে, ইছাপুরা এলাকার সবুজ মিয়া জানান, তার সঙ্গে একই এলাকার ছোলমান ও আনিছদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। কুচকাওয়াজ পদক প্রদান স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রেলওয়ে নিরাপত্তাবাহিনীর দশম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শনিবার সকালে পাকশী প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ের পরীক্ষায় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রেল উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত পশ্চিমাঞ্চলের জিএম খায়রুল আলম। স্বাগত বক্তব্য দেন পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তাবাহিনীর চীফ কমান্ডেন্ট ফাত্তা ভূইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপসচিব ও প্রধান ভুসম্পত্তি কর্মকর্তা ড. আব্দুল মান্নান, প্রধান প্রকৌশলী রমজান আলী, চীফ কমান্ডেন্ট শাহ আলম ভূইয়া, সিওপিএস শাহনেওয়াজ, সিএসটিই একেএম আব্দুল্লাহ আল বাকী ও ডিআরএম অসীম কুমার তালুকদার। কুচকাওয়াজে সালামগ্রহণ শেষে চার এসএস আই ও পঞ্চাশ সিপাহির মধ্যে পদক প্রদান করেন প্রধান অতিথি খায়রুল আলম।
×