ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে জমি নিয়ে বিরোধে হামলা ॥ আহত ৬

প্রকাশিত: ০৪:০৮, ৪ মার্চ ২০১৮

শাহজাদপুরে জমি নিয়ে বিরোধে হামলা ॥ আহত ৬

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৩ মার্চ ॥ শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছে। জানা গেছে, উপজেলার শ্রীফলতলা গ্রামে প্রভাবশালী রেজা রুমি গোষ্ঠী ও আবুল কালাম আজাদ গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে একটি পক্ষ আবুল কালাম আজাদ গ্রুপকে পুলিশ দিয়ে গ্রেফতার ও হয়রানি করে আসছিল। এই বিবদমান জমি নিয়ে কোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে। শনিবার সকালে আবুল কালাম আজাদ ও রেজা রুমির লোকজন বিবদমান জমিটি দখলের চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতিতে কোন পক্ষই জমিতে দখল নিতে পারেনি। পুলিশ হাসমত (৩৮), রোশনাইকে (৫৫) ঘটনাস্থল থেকে কোন কারণ ছাড়াই গ্রেফতার করে। এ ব্যাপারে পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের গ্রেফতার করা হয়েছে। অস্ত্র ও বোমাসহ গ্রেফতার ৯ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩ মার্চ ॥ কালকিনিতে দেশী অস্ত্র ও হাতবোমাসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। শনিবার ভোরে তাদের খুনেরচর থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পুলিশ খুনেরচর গ্রামের একটি পরিত্যক্ত বাগান থেকে খবির মৃধা, বাবুল মৃধা, মিন্টু সরদার, মান্নান খান, জসিম মৃধা, আমিনুল, বাদল মৃধা, খালেক সরদার ও রুহুল আমিন সরদারকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছে থেকে ১১টি হাতবোমা, ৭টি রাম দা ও ১টি ছুরি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা হামলার পরিকল্পনা করেছিল।
×