ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইয়াবাসহ একই পরিবারের ৫ সদস্য আটক

প্রকাশিত: ০৪:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

 ইয়াবাসহ একই পরিবারের ৫  সদস্য আটক

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৪ ফেব্রয়ারি ॥ চট্টগ্রাম থেকে জীপ যোগে ইয়াবার চালান সিলেটে পাচারের সময় মাধবপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি এসএম রাজু আহামেদের নেতৃত্বে পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর সদর বাসস্ট্যান্ড থেকে চালান আটক করে। পুলিশ জানান, গোপন সূত্রে খবর আসে চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়ার সময় ঢাকা সিলেট মহাসড়কে রবিবার ভোরে একটি জীপ আটক করে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা জব্দ করে। ইয়াবা পাচারের জড়িত থাকায় সিলেট কোতোয়ালি থানার গোয়াই পাড়ার আবুল কালাম (৪৮), তার মেয়ে রহিমা রুহি (২১), ছেলে ইমন আহামেদ (২০), স্ত্রী ফাতেমা (৩৮), পুত্রবধূ ইমনের স্ত্রী শামিমা আক্তার শাম্মিকে আটক করা হয়। . কুষ্টিয়া নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, ৫২ ইয়াবাসহ রাসমী খাতুন (৩৪) নামের এক নারীকে আটক করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি এলাকা থেকে তাকে আটক করে কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টিম। পুলিশ জানায়, মাদক বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে টোটন চৌধুরীর বাড়িতে অভিযান চালায়। এ সময় টোটন চৌধুরী পালিয়ে গেলেও তার স্ত্রী রাসমী খাতুনকে ৫২ ইয়াবাসহ আটক হয়।
×