ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ২৭ ঝুট গুদাম ভস্মীভূত

প্রকাশিত: ০৪:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০১৮

গাজীপুরে ২৭ ঝুট গুদাম ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কোনাবাড়িতে কাশিমপুর জেলখানা সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝুটের টুকরোয় আগুন দিয়ে সুতা পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঝুটের ২৭টি ছোট-বড় গুদাম ও মাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা শুক্রবার পর্যন্ত আগুন পুরোপুরি নেভানোর কাজ করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, সিটি কর্পোরেশনের কোনাবাড়ি জেলখানা রোড সংলগ্ন জমিদার মাঠে বেশ কয়েকটি ঝুটের গুদাম রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের অন্যান্য গুদামে আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। এসব গুদামের অধিকাংশই টিন, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ঘটনাস্থলে পানির কোন উৎস না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। পানির জন্য ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে দূরবর্তী স্থানে যেতে হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। . নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, কলমাকান্দা উপজেলা সদরের পশ্চিম বাজারে শুক্রবার দুপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে উজ্জ্বল হাওলাদারের মনোহারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে উজ্জ্বল হাওলাদারের মনোহারি দোকান, শিবশংকর ধরের ওষুধের দোকান ও মতি দাসের সেলুন ক্ষতিগ্রস্ত হয়।
×