ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৭৪ জনের চাকরি কেন স্থায়ী হবে না ॥ বিমানকে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৫:৩৪, ২৯ জানুয়ারি ২০১৮

৭৪ জনের চাকরি কেন স্থায়ী হবে না ॥ বিমানকে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের কার্গো শাখার মার্কেটিং এ্যান্ড সেলসের কর্মাশিয়াল এ্যাসিস্ট্যান্ট পদে দৈনিক মজুরিতে চুক্তিভিত্তিক ৭৪ জনের চাকরি কেন স্থায়ী করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগের চেম্বার জজ আদালত। চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে সাজা দেয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চারজনের বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। রবিবার আপীল বিভাগের চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। নির্বাচন স্থগিত থাকছে ॥ চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগের চেম্বার জজ আদালত। রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপীল বেঞ্চ এ আদেশ দেন। আজ আদেশ ॥ চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে সাজা দেয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চারজনের বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। রবিবার শুনানিতে আদালত বলেন, এটা কোন ধরনের খেলা চলছে।
×