ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাসে রুপা ধর্ষণ ও হত্যা

তৃতীয় দিনে চার জনের সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত: ০৬:৩১, ৯ জানুয়ারি ২০১৮

তৃতীয় দিনে চার জনের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৮ জানুয়ারি ॥ মধুপুরে ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের শিক্ষার্র্থী রুপা খাতুনকে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ করে আদালতে। পাঁচ পরিবহন শ্রমিকের বিরুদ্ধে আনা মামলাটি টাঙ্গাইল নারী ও শিশুনির্যাতন দমন আদালতে সোমবার সকালে সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তৃতীয় দিনে টাঙ্গাইল নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবুল মনসুর মিয়া মামলার সাক্ষ্য গ্রহণ করেন। টাঙ্গাইল নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিশেষ পিপি একেএম নাসিমুল আক্তার ও মামলার বাদীপক্ষের আইনজীবী এস আকবর খান জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামী ছোঁয়া পরিবহনের সহকারী শামীম, আকরাম ও জাহাঙ্গীর এবং চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলীকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে চারজন সাক্ষ্য দেন আদালতে। এরা হলো- এম এ রৌফ, হাসমত আলী, লাল মিয়া, ইমাম হোসেন। পরে আদালত মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ দেন মঙ্গলবার।
×