ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে নানি-নাতিকে শ্বাসরোধে ও যুবককে কুপিয়ে হত্যা ॥ ইউপি সদস্যসহ আটক ৬

প্রকাশিত: ০৫:৩৪, ৫ জানুয়ারি ২০১৮

না’গঞ্জে নানি-নাতিকে শ্বাসরোধে ও যুবককে কুপিয়ে হত্যা ॥ ইউপি সদস্যসহ আটক ৬

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে পৃথক দুটি স্থানে নানি-নাতিসহ তিনজনকে হত্যা করা হয়েছে। নগরীর সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়ায় নানি পারভিন আক্তার (৫৫) ও নাতি মেহেদী হাসানকে (৯) শ্বাসরোধে হত্যা করা হয়। নিখোঁজের পাঁচদিন পর বৃহস্পতিবার দুপুরে পুলিশ নানি পারভিন আক্তার ও নাতি মেহেদী হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অপরদিকে বুধবার গভীর রাতে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও ভবনাথপুর এলাকায় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ আলী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য মোশারফ হোসেনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারভিন আক্তার, তার জামাতা নবী আউয়াল ও নাতি মেহেদী হাসানকে নিয়ে মধ্য সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়ার ইতালি প্রবাসী তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পারভিন আক্তার ওই বাড়ির কেয়াটেকার হিসেবে ছিলেন। নবী আউয়ালের প্রথম স্ত্রী শিল্পী আক্তার লেবানন প্রবাসী ও দ্বিতীয় স্ত্রী শিল্পী (নিহত পারভিন আক্তারের মেয়ে ও মেহেদী হাসানের মা) সৌদি প্রবাসী। শিল্পী বিদেশ থেকে তার মায়ের এ্যাকাউন্টে টাকাপয়সা পাঠাত। নবী আউয়াল দু’মাস আগে লেবানন থেকে দেশে ফিরে আসেন। এখন সে বাংলাদেশে সিএনজি চালাচ্ছে। গত ৩০ ডিসেম্বর থেকে নবী আউয়ালের শাশুড়ি পারভিন আক্তার ও ছেলে মেহেদী হাসান নিখোঁজ হয়। পরে নবী আউয়াল নিখোঁজের বিষয়ে এলাকায় মাইকিং করান। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নবী আউয়াল নিজেই থানায় ফোন করে পুলিশকে জানায় তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুলিশ এসে তালাবদ্ধ ঘরের ভেতরে নানি ও নাতির অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নানি-নাতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নবী আউয়ালকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকাবাসী জানায়, এই হত্যাকা-ের সঙ্গে নবী আউয়াল জড়িত থাকতে পারে। তবে নবী আউয়াল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, কয়েকদিন আগে স্থানীয় যুবক মুক্তার হোসেন তার শাশুড়ির কাছে ৫ হাজার টাকা ধার চায়। টাকা না দেয়ায় তার শাশুড়িকে হত্যার হুমকি দিয়েছিল। তার দাবি মুক্তার হোসেন, মাসুদ ও আক্তার হোসেন এ হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকতে পারে। নিহত মেহেদী হাসান স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র ছিল। ঘটনার সময় নবী আউয়ালের মেয়ে ফাহিমা (নিহত মেহেদীর বোন) তার ফুফুর বাড়িতে ছিল। সিদ্ধিরগঞ্জ থানার অফিসাস ইনচার্জ আব্দুস সাত্তার (ওসি) জানান, গত বছর ৩০ ডিসেম্বর সকাল থেকে ওই নানি-নাতি নিঁেখাজ ছিল মর্মে গত ৩ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় নিহত মেহেদী হাসানের পিতা নবী আউয়াল বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। তবে ধারণা করা হচ্ছে পরিবারিক কলহ অথবা টাকা-পয়সা লেনদেনের কারণে এই খুনের ঘটনা পারে। দুর্বৃত্তরা ৫/৬ দিন আগে খুন করে ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে যায়। তবে তালাবদ্ধ ঘর থেকে মাদকের আলামত পাওয়া গেছে। অপরদিকে বুধবার রাত ১২টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও নানির বাড়ি থেকে মোহাম্মদ আলী নামে এক যুবককে ভবনাথপুর এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ভোরে তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতে মোহাম্মদ আলীর মামা পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, আমার নিজের ভবনাথপুর এলাকায় পৈতৃক সম্পত্তি রয়েছে। ইউনিক গ্রুপ সোনারগাঁও রিসোর্ট নামে অবৈধভাবে আমার জমিসহ কৃষকের জমি বালু ভরাট করে দখল করছে। বালু ভরাট কাজে বাধা দেয়ায় আমার ভাগ্নে মোহাম্মদ আলীকে মোশারফ মেম্বার ও তার লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তার ভাগ্নে হাসপাতালে নেয়ার পথে জানিয়েছে স্থানীয় ইউপি সদস্য মোশারফ মেম্বার ও তার চাচাত ফয়সালকে সে চিনতে পেরেছে। নিহতের স্বজনরা জানায়, এক মাস ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের পাশে ভবনাথপুর, ছয়হিস্যা, রতনপুর মৌজায় একটি কোম্পানির পক্ষে বালু ভরাটের কাজ চলছে। বালু ভরাটের কাজ দেখাশোনা করেন ওই ইউপির দুই সদস্য মোশারফ হোসেন ও লোকজন কৃষিজমি অবৈধভাবে জোর খাটিয়ে বালু ভরাটের প্রতিবাদ ও বাধা দিয়েছেন গ্রামবাসী কয়েকদফা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। গ্রামবাসীর পক্ষে আন্দোলনে নেতৃত্বে ছিলেন পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের ভাগ্নে মোহাম্মদ আলী। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক জানান, বালু ভরাটকে কেন্দ্র করে ইউপি সদস্য মোশারফ হোসেন ও তার লোকজন বুধবার গভীর রাতে মোহাম্মদ আলীকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ইউপি সদস্য মোশারফ হোসেনসহ ৫ জনকে আটক করা হয়েছে।
×