ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

ব্যবসায়ী ও চালকসহ নিহত ছয়

প্রকাশিত: ০৫:৫৮, ৪ জানুয়ারি ২০১৮

ব্যবসায়ী ও চালকসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে ব্যবসায়ীসহ দুই, বগুড়ায় চালক, সিলেটে যাত্রী, কিশোরগঞ্জে ব্যবসায়ী ও ঈশ্বরদীতে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম ॥ নগরীতে সংঘটিত পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বুধবার সদরঘাট থানার মাঝিরঘাট, চান্দগাঁও থানার বহদ্দারহাট ও নগরীর রোজ ভ্যালি আবাসিক এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে। জানা যায়, নগরীর মাঝিরঘাট এলাকায় বুধবার দুপুরে ট্রাকের ধাক্কায় পিনন রায় (৩৫) নামের এক পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছেন। ট্রাকের ধাক্কায় মোটরবাইকসহ ছিটকে পড়েন পিনন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আলাউদ্দিন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট টার্মিনাল এলাকার স্বাধীনতা পার্কের সামনে আরেকটি দুর্ঘটনায় মারা গেছেন মোতালেব (২৭) নামের এক ব্যক্তি। পেশায় তিনি একজন ঠেলাগাড়ি চালক। তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানার সরতোতা এলাকায়। সিটি সার্ভিসের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে আহত হন মোতালেব ও রমজান আলী নামের দু’জন। এরমধ্যে হাসপাতালে মোতালেবের মৃত্যু হয়। বগুড়া ॥ বুধবার সকালে বগুড়া-নওগাঁ সড়কে বগুড়ার কাহালু উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছে। দুর্ঘটনায় অপর ট্রাকচালকও গুরুতর আহত আহত হয়। নিহত ট্রাকচালকের (৪০) পরিচয় পুলিশ বিকেল পর্যন্ত জানতে পারেনি। পুলিশ জানায়, সকাল ৬ টার দিকে কাহালুর বীরকেদার এলাকায় নওগাঁর দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিকগামী অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। ওই সময় ঘন কুয়াশা ছিল। দুর্ঘটনায় দু’টি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ট্রাকের কিছু অংশ কেটে আহত দুই চালককে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ট্রাকচালক মারা যায়। আহত অপর ট্রাকচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সিলেট ॥ সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম রোডের মুল্লাপুর এলাকায় ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত ও ৪জন হয়েছেন। নিহত ব্যক্তি বড়লেখা উপজেলার হিদলপুরের বাসিন্দা। আহতদের সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শাহবাজপুর থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে অটোরিক্সার এক যাত্রী নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিশোরগঞ্জ ॥ কটিয়াদীতে মালবাহী ট্রাক উল্টে সুধীল চন্দ্র বর্মন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ সদরের তারাপাশা এলাকার মৃত শিব চন্দ্র বর্মনের ছেলে। বুধবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া তেভাগা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সূত্র জানায়, ভৈরব থেকে আসা কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ট্রাকচালকের পাশের সিটে বসা মাছ ব্যবসায়ী যাত্রী সুধীল চন্দ্র বর্মন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী ॥ বুধবার বিকেলে স্কুলপাড়ায় সড়ক দুর্ঘটনায় আত্তাবুল (২৮) নিহত ও সাইন নামের এক ব্যক্তি আহত হয়েছে। নিহত ব্যক্তি চরসাহাপুরের ছামসেরের ছেলে । আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সকালে তারা হোন্ডাযোগে আড়মবাড়িয়া যাওয়ার পথে একটি পাওয়ার ট্রলির চাকা খুলে হোন্ডায় ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
×