ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৫০ হাজার ইয়াবাসহ দুই সেনা সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:১৬, ১ জানুয়ারি ২০১৮

৫০ হাজার ইয়াবাসহ  দুই সেনা সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩১ ডিসেম্বর ॥ বিভিন্ন কৌশলে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক হয়ে দেশের সর্বত্র ইয়াবা পাচার অব্যাহত রয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ধরা পড়ছে ইয়াবা। শনিবার রাত পৌনে ১২টার দিকে শাহ আমানত তৃতীয় সেতুর দক্ষিণ পাড়ে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই সেনা সদস্যকে পুলিশ গ্রেফতার করেছেন। তারা হলেন, নেত্রকোনা জেলার বেনুয়া গ্রামের কলমাকান্দা গ্রামের আবু তাহেরের পুত্র মোঃ শিহাব উদ্দীন (৩৭) ও নাটোর জেলার পাটিকাবাড়ি গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র মোঃ শফিকুল ইসলাম (২৮)। তাদের মধ্যে শিহাব চট্টগ্রাম সেনানিবাসের কর্পোরাল ও শফিকুল একই সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত। দুই সেনা সদস্য ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই সেনা সদস্যকে চট্টগ্রাম সেনানিবাসে হস্তান্তর করা হয়েছে। কর্ণফুলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক ইয়াবা পাচারের মূল রুট। যাত্রী বেশে বিভিন্ন কৌশলে প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা অবাধে পাচার করা হচ্ছে। কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় রয়েছে কর্ণফুলী থানার একটি চেক পোস্ট। ওই চেক পোস্টে প্রায় সময় ইয়াবাসহ নারী ও পুরুষ ধরা পড়ে। শনিবার রাতে সিহাব ও শফিকুল ইসলাম চেক পোস্টের আগেই চেয়ারকোচ থেকে নেমে অন্য গাড়িতে ওঠার চেষ্টা করে। কর্ণফুলী থানা পুলিশ তাদের দুইজনকে সন্দেহ হলে পরে তাদের ব্যাগ তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশ জানতে পেরেছেন তারা দুইজনেই সেনা সদস্য। কর্ণফুলী থানার উপ-পরিদর্শক তৌফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
×