ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের রজতজয়ন্তী পালন

প্রকাশিত: ০৬:৪৪, ৩১ ডিসেম্বর ২০১৭

ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের রজতজয়ন্তী পালন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের রজতজয়ন্তী উৎসব। শনিবার বেলা ১১টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ লক্ষ্মী ধন ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রজতজয়ন্তী উৎসব উপলক্ষে পৌর টাউন হল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরা করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াপুর মাঠে গিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন শোভাযাত্রাকারীরা। বক্তারা, পার্বত্য চট্টগ্রামসহ অবিভক্ত বাংলায় ত্রিপুরা জাতিগোষ্ঠীর গৌরবময় ইতিহাস তুলে ধরেন। জাতিগোষ্ঠীর অস্তিত্ব ধরে রাখতে শিক্ষার বিকল্প নেই বলে উল্লেখ করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। শেরপুরে কর্মসৃজন শ্রমিককে পিটিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩০ ডিসেম্বর ॥ নালিতাবাড়িতে রাস্তার পাশের মাটি কাটা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বিএনপি নেতার পিটুনিতে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বারোমারি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত শ্রমিক জুলহাস মিয়া (৪৮) পোড়াগাঁও ইউনিয়নের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচীর শ্রমিক সর্দার। জানা যায়, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী তার লোকজন নিয়ে ওই মাটিকাটা শ্রমিকের সর্দার জুলহাস মিয়ার ওপর হামলা করে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ইয়াসমিন আক্তার নিলু নামের এই নারী ওই এলাকার বাসিন্দা আনোয়ারের স্ত্রী। স্থানীয় লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, গৃহবধূর মরদেহ ঝুলতে দেখে আশপাশের লোকজন থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে শুক্রবার রাতের কোন এক সময়ে এই নারী আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। কারিগরি শিক্ষা বিষয়ক সভা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে নারীর আর্থ সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষা ভূমিকা শীর্ষক সভা হয়েছে। শনিবার সকালে আল-ইহসান সোস্যাল ডেভেলপমেন্ট সেন্টার অডিটোরিয়ামে এ সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক এমপি। হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, রোকসানা কাদের, শেখ মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
×