ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওয়ারীতে তরুণীর লাশ উদ্ধার

ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ঢাকায় আটক ৫৬

প্রকাশিত: ০৫:২১, ২৮ ডিসেম্বর ২০১৭

ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ঢাকায় আটক ৫৬

স্টাফ রিপোর্টার ॥ ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশু মৃত্যুর ঘটনার পর ঢাকায় ছিনতাইকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে। সেই অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছে ৫৬ ছিনতাইকারী। যদিও ইতোপূর্বেই ওই ছিনতাইকারী রাজীব গ্রেফতার হয়ে আদালতে দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। এছাড়া জয়কালী মন্দির এলাকা থেকে এক যুবতীর লাশ উদ্ধার ও ডিএনএ টেস্টের পর এক খুনী শনাক্ত হওয়ার পর গ্রেফতারের ঘটনা ঘটেছে। গত ১৮ ডিসেম্বর ভোর সোয়া ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ রেলসেতুর কাছে রিক্সায় যাওয়ার সময় জোরে টান দিয়ে এক মহিলার ব্যাগ ছিনিয়ে নেয় এক ছিনতাইকারী। এ সময় ওই মায়ের কোল থেকে সাড়ে পাঁচ মাস বয়সী আরাফাত পড়ে যায়। পড়ে নাক, মুখ ও মাথা থেতলে গেলে ওই শিশুর মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। অসুস্থ ছেলে আল আমিনকে চিকিৎসা করতে এসে আরেক ছেলের লাশ নিয়ে বাবা-মার ফিরে যাওয়ার ঘটনা মানুষের মনে ব্যাপক দাগ কাটে। এমন ঘটনার পর যাত্রাবাড়ী থানার এএসআই বদরুল হোসেনকে দায়িত্বে অবহেলার জন্য প্রত্যাহারের ঘটনা ঘটে। বদরুল যেখানে শিশু আরাফাতের মৃত্যু হয়েছে, সেখানে থাকা একটি পুলিশ চেকপোস্টের দায়িত্বে ছিলেন। এমন ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেফতারে ঢাকায় সাঁড়াশি অভিযান শুরু হয়। যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান জানান, সেই অভিযানে গত তিনদিন আগে গ্রেফতার হয় আলোচিত সেই ছিনতাইকারী রাজীব (২২)। রাজীব পেশাদার ছিনতাইকারী নয়, সে মাদকাসক্ত। মাদকের টাকা যোগাড় করার জন্য ওই দিন সে ব্যাগে টাকা আছে ভেবে, আরাফাতের মায়ের ব্যাগ ছিনিয়ে নিয়েছিল। ঘটনার সময় মায়ের কোল থেকে পড়ে সন্তান মারা যাওয়ার বিষয়টিও সে পরবর্তীতে জেনেছে বলে জানায়। সেই ধারাবাহিক অভিযানে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো চাকু, ছুরি, চায়নিজ কুড়ালসহ কিছু ধারালো অস্ত্র। গ্রেফতারকৃতরা বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ওঁৎ পেতে থাকত। যাত্রীদের কাছ থেকে সুযোগ বুঝে টাকা পয়সা মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। সংবাদ সম্মেলনে সকল বিভাগের ডিবির এবং ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি উপস্থিত ছিলেন। তরুণীর লাশ উদ্ধার ॥ মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ওয়ারী থানাধীন জয়কালী মন্দির এলাকার ইয়ার স্ট্রিটের ২১ নম্বর বাড়ি থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়ার মৃত্যু রহস্য জানতে তার স্বামী একটি বেসরকারী কোম্পানিতে কর্মরত আরাফাতকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিঞা জনকণ্ঠকে জানান, প্রাথমিকভাবে সাদিয়ার গলায় একটি আঘাতের চিহ্ন দেখা গেছে। যা আত্মহত্যার কারণে সাদিয়ার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে নিহত সাদিয়ার ভাই মামুন আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে একটি মামলা দায়ের করছেন। সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সাদিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায়। ডিএনএ টেস্টে নারীর পরিচয় পাওয়া এবং তার হত্যাকারী গ্রেফতার ॥ এমন পেশাদারিত্ব দেখিয়েছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ এজাজ শফি। তিনি জনকণ্ঠকে বলেন, চলতি বছরের ২২ মার্চ। রাতে বিমানবন্দর থানাধীন বেড়িবাঁধ ভিভিআইপি সড়কের পূর্বপাশে খিলক্ষেত টানপাড়া ইটের দেয়ালের ড্রেনের কাছ থেকে বস্তাবন্দী এক নারীর লাশ উদ্ধার হয়। লাশে কোন কাপড় ছিল না। মস্তকবিহীন লাশটির হাত পা গামছা দিয়ে বাঁধা ছিল। নিহতের ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
×