ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি

প্রকাশিত: ০৪:০৫, ২৬ ডিসেম্বর ২০১৭

মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি

গত ২৩ ডিসেম্বর শনিবার কেন্দ্রীয় কচিকাঁচার মেলার ৪র্থ তলার হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার ত্রিবার্ষিক সম্মেলন ও নির্বাচন ২০১৭ সংস্থার গঠনতন্ত্র মোতাবেক অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন সংস্থার সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। সভার শুরুতে ১ম অধিবেশনে সভাপতির আসন গ্রহণ করেন সংস্থার চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ। অধিবেশনে সংস্থার মহাসচিব হাবিবুর রহমান হাবিব ত্রিবার্ষিক রিপোর্ট পেশ করেন এবং সংস্থার সদস্য তালিকা হালনাগাদ করার জন্য নতুন কার্যনির্বাহী পরিষদের প্রতি আহ্বান জানান। সংস্থার যুগ্ম মহাসচিব মোঃ আবদুল হাই মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সিরাজুল হক, একেএম নাসির উদ্দিন আহমেদ, কমান্ডার আবদুল খালেক, শেখ মোঃ শামসুল আলম, মীর এমদাদুল হক বুলবুল, ফজলুর রহমান ও আলাউদ্দিন মিয়াজী। বক্তারা সংস্থার আবাসন প্রকল্প বাস্তবায়নে সম্পৃক্ত হওয়ার জন্য সরকারের প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচনী কমিশনার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ গোলাম মাওলা এবং নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার। আর কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় নির্বাচন কমিশন ৩১ সদস্যবিশিষ্ট ৩ বছর মেয়াদী একটি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করে। -বিজ্ঞপ্তি।
×