ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আদমদীঘি ডাকঘর ঝুঁকিপূর্ণ ॥ আতঙ্কে কর্মকর্তারা

প্রকাশিত: ০৫:৩১, ২৫ ডিসেম্বর ২০১৭

আদমদীঘি ডাকঘর ঝুঁকিপূর্ণ ॥ আতঙ্কে কর্মকর্তারা

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৪ ডিসেম্বর ॥ বগুড়ার আদমদীঘি সদরে অবস্থিত প্রধান ডাকঘর ব্যবহারের অযোগ্য হয়েছে এক দশক আগে। কিন্তু কোন উপায় নেই। অফিস কার্যালয় ও পোস্টমাস্টারের বাস ভবনটির দেয়াল ও ছাদের প্লাস্টার খসে পড়ছে নিত্যদিন। বিভিন্নস্থানে বড় বড় ফাটল ও বাঁক ধরে হেলে পড়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আতঙ্কের মধ্যে কার্যক্রম চালাতে হচ্ছে সংশ্লিষ্ট ডাকঘরের কর্মকর্তা ও কর্মচারীদের। একটু বৃষ্টির পানিতে বিনষ্ট হচ্ছে মূল্যবান ডাক টিকিটসহ কাগজপত্র। জানা গেছে, ব্রিটিশ আমলে স্থাপিত বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের প্রধান ডাকঘরের অধীনে শালগ্রাম, কালাইকুড়ি, বিশিয়া, ভা-াগ্রাম, বিহিগ্রাম, আবাদপুকুরসহ ৬ শাখা ডাকঘর রয়েছে। ১৯৮৪ সালে তিনকক্ষ বিশিষ্ট ডাকঘর কার্যালয় ও দুইকক্ষ বিশিষ্ট পোস্টমাস্টারের বাসভবন প্রাচীরসহ নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে অদ্যাবধি ভবনটিতে কোন সংস্কার কাজ করা হয়নি। ২০০৮ সালে এই ডাকঘরের প্রাচীর ভেঙ্গে ডাকঘর কার্যালয় ভবন ও পোস্টমাস্টারের বাস ভবনের আঘাত করে। এতে ভবনের দেয়াল বেঁকে গিয়ে বড় বড় ফাটল ধরে। উপজেলা প্রধান ডাকঘর ও বাসভবন ব্যবহারের অযোগ্য হলেও নতুন ভবন নির্মাণ না করায় মারাত্মক ঝুঁকি ও আতঙ্ক নিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা চালাচ্ছেন কার্যক্রম। অনেক সময় ছাদের প্লাস্টার খসে কর্মকর্তা ও কর্মচারীদের মাথা ও গায়ে পড়ে। যে কোন মূহূর্তে ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পোস্টমাস্টার আনোয়ারুল ইসলাম জানান, ব্যবহারের অযোগ্য এই ডাকঘরটি সরজমিনে তদন্ত করে, পুনঃনির্মাণের জন্য বেশ কয়েকটি চিঠি প্রদান করা হয়েছে। এর প্রেক্ষিতে অচিরেই ভবন পুনঃনির্মাণ করার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে উর্ধতন কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ হয়নি করা অদ্যাবধি।
×