ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার তিন

প্রকাশিত: ০৪:০৩, ২২ ডিসেম্বর ২০১৭

মুক্তিযোদ্ধাকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিককে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সদরের বারুইপাড়া গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আসামিদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ২০ হাজার টাকার বিনিময়ে ভাড়াটে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা আবু মল্লিকের ওপর হামলা চালায় বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতরা হলো, বারুইপাড়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে আকরাম শেখ, একই গ্রামের প্রয়াত আনসার শেখের ছেলে জাহাঙ্গীর শেখ এবং প্রয়াত মহব্বত শেখের ছেলে উকিল শেখ। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিককে কারা-কেন কুপিয়ে হত্যা চেষ্টা করেছে তার রহস্য উন্মোচিত হয়েছে দাবি করেন বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন। গত ১২ নবেম্বর ভোরে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিকের বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে একদল মুখোশধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এই ঘটনায় আবু মল্লিক বাদী হয়ে মামলা করেন। ওসি মাহাতাব উদ্দিন বলেন, বুধবার রাতে বারুইপাড়া থেকে আকরাম শেখকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে জাহাঙ্গীর ও উকিল শেখকে গ্রেফতার করা হয়। মুক্তিযোদ্ধা আবু মল্লিকের সঙ্গে তার প্রতিবেশী জাকারিয়া মোড়লের জমি নিয়ে বিরোধ থাকায় এদের ভাড়া করা হয়েছিল।
×