ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন স্থগিত

প্রকাশিত: ০৮:১২, ১৯ ডিসেম্বর ২০১৭

আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ মুদ্রা পাচারসহ নানা অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া তিন মামলায় দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের তিন মালিককে দেয়া হাইকোর্টের জামিনের আদেশ ২১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে দিয়েছে আপীল বিভাগের চেম্বার আদালত। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলাহাট এলাকার এক ভাড়া বাড়ি থেকে ২২টি বিদেশী পিস্তল, ১৩৬ রাউন্ড গুলি ও ৪৫টি ম্যাগজিন উদ্ধারের ঘটনায় আসামি শাহ আলমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আদালত। সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ আদেশগুলো প্রদান করেন। আপন জুয়েলার্সের তিন মালিকের দেয়া হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী বৃহস্পতিবার ২১ ডিসেম্বর পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এ সময় আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু। আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও মুন্সী মুনরুজ্জামান। আদেশের পর এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, তিন মামলায় আপন জুয়েলার্সের মালিক তিন ভাইকে দেয়া জামিন ২১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপীল ফাইল করেছে। ২১ ডিসেম্বর ফাইল আদালতে উঠবে। এর আগে গত ১৪ ডিসেম্বর রাজধানীর গুলশান, ধানম-ি, রমনা ও উত্তরা থানায় শুল্ক গোয়েন্দার করা পাঁচ মামলার মধ্যে তিন মামলায় দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের মালিকদের জামিন দেন হাইকোর্ট। তবে বাকি দুই মামলা স্ট্যান্ডওভার রাখা হয়েছে। ওইদিন আদেশের পর আইনজীবীরা জানিয়েছিলেন, এখন গুলজার আহমেদ ও আজাদ আহমেদের জামিনে মুক্তি পেতে আইনগত বাধা নেই। তবে দিলদার আহমেদের বিরুদ্ধে আরও দুই মামলা থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না। গত ২২ নবেম্বর আপন জুয়েলার্সের মালিকদের কেন জামিন দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। শাহ আলমের জামিন স্থগিত ॥ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলাহাট এলাকার এক ভাড়া বাড়ি থেকে ২২টি বিদেশী পিস্তল, ১৩৬ রাউন্ড গুলি ও ৪৫টি ম্যাগজিন উদ্ধারের ঘটনায় আসামি শাহ আলমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার জজ আদালত। সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করে সুপ্রীমকোর্টের বিচারপতি মোহাম্মদ ইমান আলীর চেম্বার জজ আদালত।
×