ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

শহীদ পরিবারের ক্ষোভ

আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি শহীদ বুদ্ধিজীবীদের

প্রকাশিত: ০৫:৪৩, ১৪ ডিসেম্বর ২০১৭

আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি শহীদ বুদ্ধিজীবীদের

আজাদ সুলায়মান ॥ স্বাধীনতার সাড়ে চার দশক পরও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি শহীদ বুদ্ধিজীবীরা। তাদের পরিবারগুলো বঞ্চিত হচ্ছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে। তাদের দাবি বরাবরই উপেক্ষিত। প্রতিবছর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসে তাদের আত্মত্যাগের বীরত্বগাথা উচ্চারিত হলেও আজও পূরণ করা হয়নি শহীদ পরিবারগুলোর দাবি। কি কারণে শহীদ বুদ্ধিজীবীরা এ স্বীকৃতি থেকে বঞ্চিত সেটাও বোধগম্য নয় তাদের সুযোগ্য উত্তরসূরিদের কাছে। শহীদের মর্যাদায় তাদের আজও গেজেটভুক্ত করা হয়নি। শহীদ বুদ্ধিজীবী দিবসটি মর্যাদার সঙ্গে পালন করা হলেও তাদের পরিবারগুলো আজ চরম মানবেতর জীবনযাপন করছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের উত্তরসূরিরা আজ চরম ক্ষুব্ধ, লজ্জিত ও বেদনাহত। তাদের মর্যাদা দূরের কথা, উল্টো তাদের সুযোগ্য সন্তানদের প্রমাণ দিতে হচ্ছে সত্যিই তাদের পিতা শহীদ হয়েছিলেন কিনা। শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক রাশেদুল হাসানের কন্যা বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতজ্ঞ রোকেয়া নাসরীন মিলির মুখের ভাষায়, কি বলব? মাঝে মাঝে এমন সব অবিশ্বাস্য ও বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয় যা খুবই লজ্জাকর। ভাষায় ব্যক্ত করার মতো নয়। এমন ঘটনা ঘটছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের বর্তমান আমলেই। এখন মন্ত্রণালয়ে গিয়ে মুখোমুখি হতে নয় অবান্তর প্রশ্নের। সম্প্রতি আব্বার শহীদ সংক্রান্ত কিছু তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়ে গিয়ে জানতে চাইলে এক কর্তার প্রশ্ন, “আপনার পিতা যে শহীদ হয়েছেন, তার ডেথ সার্টিফিকেট কোথায়?” এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কোথায় পাব ডেথ সার্টিফিকেট? কোন গেজেটে তা লেখা নেই। শুধু ১৪ ডিসেম্বর এলে জাতি তাদের বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করে। এছাড়া তো আর কোন স্বীকৃতি নেই। সেজন্যই তো স্বাধীনতার ৪৬ বছর পর মন্ত্রণালয়ের কেরানির কাছে শুনতে হয়, ডেথ সার্টিফিকেটের কথা। তখন মনে হয় আমরা কোন জগতে বাস করছি। এটাই কি জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিবারের প্রাপ্য? এ ক্ষোভ শুধু মিলির নয়,শহীদ অন্যান্য বুদ্ধিজীবীর পরিবারের অবস্থা আরও করুণ। মিলির ভাষায়, “আব্বা শহীদ হবার পর মায়ের আদর্শ আর প্রচেষ্টায় আমি লেখাপড়া শিখে একটা অবস্থায় পৌঁছতে পেরেছি। কারোর দয়ায় নয়, নিজের যোগ্যতায় সম্মানজনক অবস্থায় আছি। কিন্তু চেয়ে দেখুন শহীদ মর্তুজা আর শহীদ আনোয়ার পাশার পরিবার কতটা মানবেতর জীবন কাটাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আনোয়ার পাশা হলের টয়লেটের কাছে ছোট্র দুটো রুমে কিভাবে ন্যক্কারজনক অবস্থায় দিনাতিপাত করছে। আনোয়ার চাচা শহীদ হবার পর উনার বড় ছেলে মাজহারুল আফতাব সেই যে মানসিক ভারসাম্য হারিয়েছে, আজও তাই সুস্থ জীবনে ফিরে আসতে পারেনি। অপর ছেলে রবিউল আফতাব বিমানের প্রকৌশলী। চাচি অসুস্থ। এই কি ছিল তাদের প্রাপ্য? তাদের অবদান কি একজন মুক্তিযোদ্ধার চেয়ে কোন অংশে কম? বিজয়ের ঊষালগ্নে পাকসেনারা তাদের ঘরে ঢুকে নাম ডেকে ডেকে চিহ্নিত করেছে। কারণ ঘাতকরা তাদের চিনতনা। তাদের নাম জিজ্ঞাসা করতেই তারা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিতেই ধরে নিয়ে হত্যা করেছে। তারা যদি শুধু নামটা অস্বীকার করার মতো মিথ্যার আশ্রয়ও নিতেন তাহলেও তো বেঁচে যেতেন। কিন্তু তারা এতটুকু অনৈতিকতার আশ্রয় নেননি। জানা যায়, শহীদ বুদ্ধিজীবীর পরিবারগুলোর পক্ষ থেকে স্বাধীনতার পর থেকেই দাবি করা হচ্ছে, তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার। কিন্তু সে দাবি বরাবরই উপেক্ষিত। অথচ এ পর্যন্ত অনেক বেতারকর্মী, ভাষাসৈনিক ও খেলোয়াড়সহ অন্য পেশাজীবীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেটভুক্ত করা হয়েছে। শুধু বাকি শহীদ বুদ্ধিজীবীরা। একই প্রশ্ন রেখেছেন শহীদ বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, রাইফেল রুটি আওরাত উপন্যাসের লেখক ও শিক্ষাবিদ আনোয়ার পাশার ছেলে রবিউল আফতাব। তার প্রশ্ন “যদি ঘরে বসে পাক সেনার নির্যাতনের শিকার মা বোনরা বীরাঙ্গনার স্বীকৃতি পেতে পারেন, যদি অন্য পেশাজীবীদের বিশেষ ভূমিকার জন্য মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত করা হতে পারে, তবে শহীদ বুদ্ধিজীবীরা কেন একই মর্যাদা পাবেন না। কেন তাদের মুক্তিযোদ্ধার প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল পদে কর্মরত রবিউল আফতাব জনকণ্ঠকে অনেক ক্ষোভ আর হতাশার সুরে বলেছেন, “আমাদের দিন তো চলেই গেছে। গত চার দশক কিভাবে কেটেছে, আমাদের পরিবারের সেটা আর নতুন করে কাউকে জানানোর মানসিকতা নেই। কি পেয়েছি কি পাইনি সে আফসোস নেই। শুধু একটাই দুঃখ আমাদের- কেন শহীদ বুদ্ধিজীবীদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হবে না। আমাদের পরবর্তী প্রজন্ম কি নিয়ে বাঁচবে? তারা কি পাবে অন্যান্য মুক্তিযোদ্ধার উত্তরসূরিদের মতো সুযোগ সুবিধা পাবে? যদি মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হতো, তাহলে প্রজন্ম থেকে প্রজন্ম তারা সেই অধিকার ভোগ করতে পাারত। আফসোসটা এখানেই। জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক জনকণ্ঠকে বলেন, প্রথমত এমন দাবি আমি মন্ত্রী হবার পর কেউ করেনি। যদি করত, বিবেচনা করা হতো। দ্বিতীয়ত, শহীদ বুদ্ধিজীবীদের তো সর্বোচ্চ সম্মান দিয়েছে জাতি। সম্মানের চেয়ে কি অন্যান্য সুিবধা বেশি মূল্যবান? জাতি তাদের শ্রদ্ধাভরে সম্মান করছে, স্মরণ করছে, মর্যাদা দিচ্ছে, আর কি চাই?
×