ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে কসমেটিক্স কারখানায় বিস্ফোরণ দগ্ধ ১১

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ ডিসেম্বর ২০১৭

কালিয়াকৈরে কসমেটিক্স কারখানায় বিস্ফোরণ দগ্ধ ১১

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে কসমেটিক্স তৈরির এক কারখানায় মঙ্গলবার বিকেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে কারখানার ম্যানেজারসহ অন্তত ১১ শ্রমিক দগ্ধ হয়েছে। এ ঘটনায় একই পরিবারের দু’ভাই ও এক বোন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জানিয়েছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় এফএস কসমেটিক্স লিমিটেড কারখানায় মেহেদী, সেভিং ফোম, সেভিং ক্রিম, কলপসহ বিভিন্ন প্রকার কসমেটিক্স তৈরি করা হয়। এ কারখানায় প্রায় ৩৫ জন শ্রমিক কাজ করে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উৎপাদন চলাকালে হঠাৎ বিকট শব্দে কারখানার একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে একতলা ভবনের এ কারখানায় আগুন ধরে যায় এবং কারখানায় থাকা কেমিক্যাল ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে আরও কয়েকটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে ভয়াবহ আকার ধারণ করে। এতে কারখানার ম্যানেজার জাকির হোসেন (৩৮), শেফালী আক্তার (৩০), নাজনীন (২৬) ও তার স্বামী আব্দুর রহিমসহ (৩২) অন্তত ১১ জন শ্রমিক দগ্ধ হয়। এসময় কারখানায় আটকা পড়ে কয়েক শ্রমিক দগ্ধ হয়। এলাকাবাসী দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করতে থাকে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছিল। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কারখানার শ্রমিক শিল্পী জানায়, এ ঘটনার পর হতে কারখানার শ্রমিক লিটন হোসেন (২৫), তার ভাই সুমন হোসেন (২২) ও বোন নিখোঁজ রয়েছে।
×