ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাটোরে ফাদার নিখোঁজের ঘটনা অপহরণ নয় ॥ এসপি

প্রকাশিত: ০৫:১৩, ৪ ডিসেম্বর ২০১৭

নাটোরে ফাদার নিখোঁজের ঘটনা অপহরণ নয় ॥ এসপি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ ডিসেম্বর ॥ নাটোরের বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়ালটার উইলিয়াম রোজারিওকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে উদ্ধারের পর নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করে প্রেস ব্রিফিং করা হয়। শনিবার বিকেল ৫টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে হাজির করে এই প্রেস ব্রিফিং করা হয়। পরে রবিবারে তাকে বড়াইগ্রাম আদালতে হাজির করা হয়। রবিবার সকালে আদালতের বিচারক সামছুল আল আমীন শুনানি শেষে তাকে পরিবারের জিম্মায় দেয়ার আদেশ দেন। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন’ বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থেকে দেখা গেছে, ফাদার ওয়ালটার উইলিয়াম রোজারিও তার নিজ মোটরসাইকেলযোগে প্রথমে টাঙ্গাইল যান। সেখানে তিনি রাত্রি যাপন করেন। পরে সেখান থেকে তিনি মোটরসাইকেলযোগে সিলেটের হবিগঞ্জে যান। এর পরে একইভাবে তিনি সিলেটের সুনামগঞ্জে যান। হবিগঞ্জ থেকে তার সিমবিহীন মোবাইল ফোন এবং সুনামগঞ্জ থেকে তার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। অপরদিকে সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় শ্যামলী কাউন্টারে ফাদার ওয়ালটার উইলিয়াম রোজারিও বসেছিলেন। সেখানকার এক পুলিশ সদস্য তাকে দেখে চিনতে পারে। পরে সেখান থেকে সিলেট মহানগর পুলিশের সদস্যরা ফাদার ওয়ালটার উইলিয়াম রোজারিওকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে পুলিশ হেড কোয়ার্টারে প্রেরণ করা হয়। শুক্রবার বিকেলে নাটোর থেকে গোয়েন্দা পুলিশসহ অন্যান্য পুলিশের একটি দল হেডকোয়ার্টারে গিয়ে শনিবার বিকেলে তাকে নাটোরে নিয়ে আসে। তাকে নাটোর নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, এটা কোন অপহরণের ঘটনা নয়। ফাদার নিখোঁজের বিষয়ে এমন কিছু ঘটনা আছে যা বলার মতো নয়। এছাড়াও ফাদার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তিনি নিজেই নিজেকে লুকাতে চেয়েছিলেন। তার সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে যেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এদিকে উদ্ধারকৃত ফাদার ওয়ালটার উইলিয়াম রোজারিওকে রবিবার তাকে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক শুনানি শেষে তাকে পরিবারের জিম্মায় দেয়ার আদেশ দেন। উল্লেখ্য, গত সোমবার বিকেলে বনপাড়ার একটি প্রেসে বড়দিন উপলক্ষে বিশেষ সঙ্কলন প্রকাশের জন্য কিছু কাজ শেষে ওয়ালটার উইলিয়াম রোজারিও জোনাইলের উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা দেন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
×