ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

বগুড়ায় মা ও মেয়েসহ নিহত তিন

প্রকাশিত: ০৪:০৫, ১ ডিসেম্বর ২০১৭

বগুড়ায় মা ও মেয়েসহ নিহত তিন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার দুপুরে শেরপুর উপজেলার ধুনট সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে মা ও শিশুসহ ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। নিহতরা হলো মিতু (২৮) মিম (৩) ও সোবহান (৩৫)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে শেরপুর থেকে ধুনট উপজেলার দিকে যাওয়ার সময় ধুনট থেকে শেরপুরগামী একটি অটোরিক্সার সংঘর্ষ হয়। ধুনট সড়কের শুভগাছা এলাকায় ট্রাকটি অটোরিক্সাকে চাপা দিলে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী মা ও মেয়ে মারা যায়। হাসপাতালে নেয়ার পর আরেক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। রাজশাহীতে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বাগমারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রতন আলী (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বলিদাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রতন নওগাঁর রানীনগর উপজেলার পূর্ব বালুপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লুৎফর রহমান। সকালে তিনি নসিমনে দড়ি নিয়ে বাগমারার মোহনগঞ্জ হাটে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে গেলে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন রতন। নোয়াখালীতে কলেজছাত্রী নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, যাত্রীবাহী ইজিবাইক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে জান্নাত আহমেদ আনিসা (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের মাইজদী বাজার এলাকায় চৌমুহনী-মাইজদী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অপর এক কলেজছাত্রী ও ইজিবাইক চালকসহ দুজন আহত হয়েছেন। নিহত আনিসা নোয়াখালী সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব মানিকরাজ গ্রামের আলী আহমেদের মেয়ে। বাবার চাকরির সুবাদে সপরিবারে নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় থাকেন। এছাড়া আহত অপর কলেজছাত্রী হলেন সুমাইয়া তাসনুর (১৭)। তিনি নোয়াখালী সরকারী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। তিনি জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের প্রভাষক নুরুল ইসলাম জাহাঙ্গীরের মেয়ে। তিনিও বাবা-মাসহ মাইজদীর রশিদ কলোনি এলাকায় থাকতেন। আহত অপর ব্যক্তি হলেন ইজিবাইক চালক কবির আহমেদ। তার বাড়ি সুবর্ণচর উপজেলায়। জয়পুরহাটে আরোহী নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, বৃহস্পতিবার আক্কেলপুর-জয়পুরহাট সড়কের শুক্তাহারে ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রহিমা বিবি (৪৫) নিহত হয়েছে। জানা যায়, আক্কেলপুরের কাঁঠালবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রহিমা বিবিকে সঙ্গে নিয়ে তার দেবর আব্দুল আলীম (৩০) জয়পুরহাট আসার পথে ওই স্থানে দুর্ঘটনায় পতিত হয়। রহিমা বিবি ঘটনাস্থলে নিহত হয়। সীতাকুণ্ডে পথচারী নিজস্ব সংবাদদাতা সীতাকু- চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় আইয়ুব আলী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সড়ক দুর্ঘটনার ঘটনা। বিকেল সাড়ে ৫টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে বিষয়টি নিশ্চিত করেন চমেক ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম। নিহত পথচারী একই এলাকার নোয়াব আলী কেরানির বাড়ির সিদ্দিক আহম্মদের পুত্র।
×