ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গুম-খুন-অপহরণ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদারের আহ্বান বাম নেতাদের

প্রকাশিত: ০৫:১১, ২২ নভেম্বর ২০১৭

গুম-খুন-অপহরণ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদারের আহ্বান বাম নেতাদের

স্টাফ রিপোর্টার ॥ ধারাবাহিক গুম-খুন-অপহরণের ঘটনায় জনমনে গভীর আতঙ্ক দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাম নেতারা। মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত গুম-খুনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে সিপিবি-বাসদ ও বাম মোর্চা শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, যে কোন মূল্যে আতঙ্ক দূর করতে হবে। সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বর জামান ও সাংবাদিক উৎপল দাসসহ গুম হওয়া নানা পেশার মানুষ এখনও উদ্ধার হয়নি। সবচেয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার বিষয় হচ্ছে এসব গুমের ঘটনার সঙ্গে সরকারের নানা বাহিনী ও সংস্থার সংশ্লিষ্টতার কথাই বেরিয়ে আসছে। অধিকাংশ ক্ষেত্রেই গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা গুমের জন্য সরকারের বিভিন্ন সংস্থাকেই দায়ী করে আসছেন। তাদের দাবি সত্য হলে তা এক ভয়াবহ বিষয়। নেতৃবৃন্দ বলেন, যাদের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা, তারাই যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপহরণ-গুম-খুনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তাহলে দেশে আইনের সীমা বলে আর কিছু থাকে না। জনগণকে নিরাপদ রাখার পরিবর্তে তারাই যদি জননিরাপত্তা হরণ করে, সন্ত্রাসী ভূমিকায় আবির্ভূত হয় তাহলে বিদ্যমান রাষ্ট্র, সরকার, আইন-আদালত-পুলিশ প্রশাসন প্রভৃতি কোন কিছুর প্রতিই আর জনগণের আস্থা থাকবে না। কোন সভ্য, গণতান্ত্রিক ও আইনের সীমার প্রতি শ্রদ্ধাশীল দেশ ও দেশের মানুষ এই পরিস্থিতি বরদাশত করতে পারে না। তারা বলেন, মাফিয়া-সন্ত্রাসী গোষ্ঠীও যদি এসব গুম-খুনের সঙ্গে থাকে তাহলে তাদের খুঁজে বের করার দায়িত্বও সরকারের। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রচলিত আইনে যেকোন অপরাধেরই আইনানুগ বিচার, এমনকি সর্বোচ্চ শাস্তিরও বিধান রয়েছে। আইনানুগ পথে না গিয়ে গুম-খুনের এই পন্থা দেশের মানুষ কোনভাবেই মেনে নিতে পারে না। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ গুম-অপহরণ-খুনের ঘটনাবলী সম্পর্কে সরকারের শ্বেতপত্র দাবি করেন। নেতৃবৃন্দ অনতিবিলম্বে মোবাশ্বর জামান ও উৎপল দাসসহ গুম হওয়া সকল মানুষকে উদ্ধার ও পরিবারের কাছে ফেরত দিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে নেতৃবৃন্দ গুম-খুন-অপহরণ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
×