ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাদকবিরধী অভিযান

কমলাপুরে দুই ডিবি পুলিশ ছুরিকাহত

প্রকাশিত: ০৮:৩২, ৭ নভেম্বর ২০১৭

কমলাপুরে দুই ডিবি পুলিশ ছুরিকাহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কমলাপুর এলাকায় সোমবার রাতে বিশেষ অভিযানের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম বিভাগের একটি দলের ওপর হামলা চালিয়েছে অপরাধীরা। এতে ডিবির দুই কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে ডিবির এএসআই বেলাল হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এসআই প্রাণকৃষ্ণকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর রাত বারোটার দিকে ডিবির একাধিক টিম ওই এলাকায় অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। এ সময় এক অপরাধীকে আটক করা হয়। ডিবির সিরিয়াস ক্রাইম বিভাগের উপকমিশনার মীর মোদাচ্ছের হোসেন জানান, রাত আটটার দিকে মাদক ব্যবসায়ী ও অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে কমলাপুরে বিশেষ অভিযান চালাচ্ছিল তাদের একটি দল। অপরাধীরা টের পেয়ে সিরিয়াস ক্রাইম টিমের ওপর হঠাৎ হামলা চালায়। তারা এএসআই বেলালের নাভির নিচে ছুরিকাঘাত করে। তার কপালেও আঘাতের চিহ্ন দেখা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর। তার মাথায়ও আঘাত করা হয়। আর প্রাণকৃষ্ণ সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার অবস্থা শঙ্কামুক্ত। সূত্র জানায়, রাতে কমলাপুরে লাশ রাখা ডোমঘর ও এর আশপাশ এলাকায় মাদকের আসর বসে। রাত গভীর হওয়ার সঙ্গে কমলাপুর এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। ডিবির টিম ডোবঘর এলাকায় অভিযান চালালেই হামলার শিকার হন মাদকসেবীদের। এ সময় এক মাদকসেবীকে আটক করা হয়। এর আগেও গত সপ্তাহে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে কয়েক মাদকসেবীকে কারাদ- দেয়। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত সাড়ে আটটার দিকে ডিবির সহকারী দারোগাকে পেট ও কপালে আঘাতপ্রাপ্ত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। তার চিকিৎসা চলছে।
×