ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কৃষকের মেয়েকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৫:২৩, ৬ নভেম্বর ২০১৭

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কৃষকের মেয়েকে গলা কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৫ নবেম্বর ॥ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কৃষকের মেয়ে বৃষ্টিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের আবুল নামের এক ভন্ড কবিরাজের বিরুদ্ধে। রবিবার দুপুরে হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামে ঘরে ঢুকে বৃষ্টিকে একা পেয়ে হত্যা করে পালিয়ে যায় ওই কবিরাজ। সরফদিনগর গ্রামের রমজান আলীর মেয়ে বৃষ্টি আক্তারকে (১২) রাস্তাঘাটে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ভ- করিবরাজ আবুল হোসেন। বৃষ্টির মা-বাবার কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছিল আবুল। কিন্তু আবুলের বয়স বেশি হওয়ায় সে প্রস্তাব নাকচ করে দেন তারা। আবুলের ভয়ে বৃষ্টির অন্যত্র বিয়ে ঠিক করেন তার বাবা-মা। আগামী রবিবার বৃষ্টির বিয়ের দিন ছিল। বৃষ্টির বিয়ের জন্য তার মা টাকা আনতে তার নানার বাড়ি যায়। একই সময় পিতা পাশের জমিতে চাষ করতে গেলে ভন্ড কবিরাজ আবুল বৃষ্টির ঘরে ডুকে বৃষ্টিকে গলা কেটে হত্যা করা করে পালিয়ে যায়। গলা কাটা অবস্থায় বৃষ্টি ঘর থেকে বের হয়ে সড়কে এসে লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। ভ- কবিরাজকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি করেছে নিহতের পরিবারসহ স্থানীয়রা।
×