ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রকাশিত: ০৪:০৩, ৩ নভেম্বর ২০১৭

প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

আগামী ডিসেম্বর ২০১৭-এ ৮৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মৃতিচারণসহ ছাত্রীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে। পুনর্মিলনীর জন্য অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন- এর শেষ তারিখ ১৫ নবেম্বর। ডবনংরঃব : ধষঁসহর.ৎবমরংঃৎধঃরড়হনফ.পড়স এছাড়া বিস্তারিত জানতে যোগাযোগ মোবাইল- ০১৮৪২৫৩৬২০৭। -বিজ্ঞপ্তি ডিএনসিসির মোবাইল কোর্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ারের নেতৃত্বে মঙ্গলবার মিরপুর ও বনানী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ধূমপানের বিজ্ঞাপন প্রচার করায় ধূমপান ও তামাকজাতদ্রব্য (ব্যবহার) নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী মিরপুর-১১-এ অবস্থিত মীনা বাজারকে এক লাখ টাকা এবং মিরপুর-১৩-এ অবস্থিত ম্যাড শেফ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং আমদানিকারকের তথ্য না থাকায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী বনানীতে অবস্থিত ডিপার্টমেন্ট স্টোর বডিলাইনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে মিরপুর-১৩-এ অবস্থিত কৃষিবিদ বাজারকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। -বিজ্ঞপ্তি
×