ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে মাস্টার্স পাস বেকার যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ০৫:২১, ৩০ অক্টোবর ২০১৭

নীলফামারীতে মাস্টার্স পাস বেকার যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এমএ (মাস্টার্স) পাঠ শেষ করে দুই বছরেও চাকরি জোগাড় করতে না পারায় শহিদুল ইসলাম (২৮) নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ি উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। শহিদুল ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। দেড় বছর আগে পরিবারের লোকজন তার বিয়ে দেয়ায় তিন মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। ঘটনার দিন বেলা ১২টায় বাড়ির সকল লোকজন এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যায়। এ সময় শহিদুল একাই বাড়িতে ছিল। কখন সে ঘরের দরজা বন্ধ করে শোয়ার ঘরে আত্মহত্যা করে কেউ বুঝতে পারেনি। অনুষ্ঠান হতে স্ত্রীসহ বাড়ির লোকজন ফিরে এসে কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে শহিদুলের দেহ ঝুলতে দেখে। রামনগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু জানান, শহিদুল এমএ (মাস্টার্স) পাশ করে বিয়ে করেন এবং তাদের ৩ মাস বয়সী একটি সন্তান রয়েছে। বেকারত্বের কারণে মনবল হারিয়ে ফেলেছিল। বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করে চাকরি জোগাড় করতে ব্যর্থ হয়।
×