ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

আইটিপি নিবন্ধন

৭ হাজার ২৯৯পরীক্ষার্থী উত্তীর্ণ

প্রকাশিত: ০৪:৪০, ২৮ অক্টোবর ২০১৭

৭ হাজার ২৯৯পরীক্ষার্থী উত্তীর্ণ

স্টাফ রিপোর্টার ॥ আয়কর পেশাজীবী (আইটিপি) নিবন্ধন-২০১৭ পরীক্ষায় চূড়ান্তভাবে ৭ হাজার ২৯৯ জন পাস করেছেন। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে শতভাগ নিরপেক্ষতা ও তুমুল প্রতিযোগিতার মাধ্যমে এত সংখ্যক আইটিপি নির্বাচন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইতিহাসে এবারই প্রথম। বৃহস্পতিবার রাতে মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। এর আগে ১২ অক্টোবর লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ১৬ হাজার ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ১৪৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। ফল পুনর্বিবেচনার পর আরও ৪ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জানা গেছে, কর অঞ্চল-১ থেকে কর অঞ্চল-১৫, বিসিএস (কর) একাডেমি ও কর পরিদর্শন পরিদফতরে ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ১৫ সেপ্টেম্বর রাজধানীর ৫টি কলেজে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এনবিআর সূত্র জানায়, আইটিপি হিসেবে নিবন্ধন দেয়ার জন্য এনবিআর গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ৩১ মার্চ ছিল আবেদনের শেষ সময়। এনবিআর চেয়ারম্যান উত্তীর্ণ সকলকে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আসন্ন আয়কর মেলায় উপস্থিত থেকে আয়কর বিষয়ে অভিজ্ঞতা অর্জনের অহ্বান জানান। একই সঙ্গে উত্তীর্ণ মেধাবী আয়কর পেশাজীবীরা রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
×