ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওপিসিডব্লিউর বৈজ্ঞানিক পরামর্শক বোর্ডের সদস্য হলেন রাজিয়া

প্রকাশিত: ০৫:২৮, ২৫ অক্টোবর ২০১৭

ওপিসিডব্লিউর বৈজ্ঞানিক পরামর্শক বোর্ডের সদস্য হলেন রাজিয়া

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল কৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া দি হেগস্থ আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব ক্যামিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) বৈজ্ঞানিক পরামর্শক বোর্ডের সদস্য নিযুক্ত হয়েছেন। ওপিসিডব্লিউর মহাপরিচালক আহমেট উজুমচু সংস্থাটির চলমান ৮৬তম নির্বাহী পরিষদের অধিবেশনে এ ঘোষণা দেন। তিন বছর মেয়াদী এ নিয়োগ আগামী ১ জানুয়ারি ২০১৮ থেকে কার্যকর হবে। -আইএসপিআর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তরিকুল স্টাফ রিপোর্টার ॥ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। মঙ্গলবার সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিঙ্গাপুর পৌঁছেন। তরিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি, ডায়াবেটিস, হার্ট ও শ্বাসকষ্টে ভুগছেন। ছয় মাস আগে শারীরিক অবস্থার অবনতি হলে তার নিয়মিত কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে। তবে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও বেশ ক’বার তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান।
×